TMC: দোলের আগেই তৃণমূলের রাজ্য কমিটি, ঘোষণা হতে পারে আগামী ৮ মার্চ: সূত্র

Last Updated:

TMC State Committee: সংগঠন বাড়ানোর লক্ষ্যেই গঠিত হবে নয়া কমিটি, তৃণমূল সূত্রে খবর। 

এগরা পুরসভাও তৃণমূলের দখলে৷ প্রতীকী ছবি
এগরা পুরসভাও তৃণমূলের দখলে৷ প্রতীকী ছবি
আবীর ঘোষাল, কলকাতা: জাতীয় কর্মসমিতির বৈঠকে ইতিমধ্যেই বিভিন্ন পদাধিকারীদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। নবীন-প্রবীণ মিলিয়ে ঘোষণা করে দেওয়া হয়েছে জাতীয় স্তরের কমিটি। এবার শীঘ্রই রাজ্য কমিটি গড়ে দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সূত্রের খবর, আগামী ৮ মার্চ তিনি বৈঠক করবেন রাজ্য কমিটি নিয়ে। প্রসঙ্গত, দোল উৎসবের আগেই এই রাজ্য কমিটি ঘোষণা হয়ে যাবে বলে তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে খবর।
advertisement
চলতি মাসেই জাতীয় স্তরের কমিটিতে-সহ সভাপতির সংখ্যা তিন থেকে বাড়িয়ে চার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধাপে ধাপে রাজ্য স্তরেও বাকি কমিটি গঠন করে দেওয়া হবে। এর পাশাপাশি বিভিন্ন যে শাখা সংগঠনগুলি রয়েছে সেগুলিকেও খোলনলচে সাজানোর পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।
advertisement
তৃণমূল সূত্রে খবর, জাতীয় স্তরের কমিটিতে যেমন সিনিয়র-জুনিয়র ভারসাম্য বজায় রেখে চলা হচ্ছে। তেমনি রাজ্য কমিটিতে সিনিয়র-জুনিয়র ভারসাম্য বজায় রেখেই গড়ে দেওয়া হবে। দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জাতীয় কর্মসমিতির বৈঠকে বলেছেন, নবীনরা স্বাগত, তবে, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। ফলে ধরে নেওয়া হচ্ছে রাজ্য কমিটিতেও সেই ছাপ থাকবে। ফলে ধরে নেওয়া হচ্ছে সিনিয়র-জুনিয়র মিলিয়েই দলকে আরও শক্তিশালী করে তুলতে চান তিনি। আর সে কারণেই শীঘ্রই দলের রাজ্য কমিটি ঘোষণা করে দিতে পারেন তিনি ৷
advertisement
ধাপে ধাপে সেই প্রক্রিয়া শুরু করার নির্দেশ তিনি দিয়েছেন বলে সূত্রের খবর।  দলের সব শীর্ষ নেতারা ব্যস্ত ছিলেন রাজ্যের ১০৮ পুরসভার ভোটে। সেটা মিটেছে। চলতি সপ্তাহে ফল প্রকাশ হয়ে যাবে। তৃণমূলের মূল লক্ষ্য বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুধু সংগঠন গড়ে তোলাই নয়। একেবারে তৃণমূল স্তর পর্যন্ত দলের আদর্শ পৌছে দিতে হবে। এই দল সকলের। কাউকে দূরে সরিয়ে রাখা নয়। সকলকে আপন করে নিতে হবে। এই বার্তা প্রত্যেক স্তরেই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, এই কাজ সমাপ্ত হলে ধাপে ধাপে জেলা ও ব্লক কমিটিও সাজিয়ে ফেলা হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: দোলের আগেই তৃণমূলের রাজ্য কমিটি, ঘোষণা হতে পারে আগামী ৮ মার্চ: সূত্র
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement