Trinamool Congress: দলে থেকে কেউ ষড়যন্ত্র করলে কড়া ব্যবস্থা, জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি পর্যবেক্ষণের।
আবীর ঘোষাল, কলকাতা: শিশির অধিকারীকে নিয়ে কি কড়া অবস্থান নেবে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। জোর জল্পনা তৃণমূলের অন্দরে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন, কারা প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করেছেন তা নজরে রেখেছে দল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে গোটা বিষয়টি দেখেছেন ৷ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে ৷
দলে থেকে যারা বিজেপিকে সাহায্য করেছেন তাদের কাছে জবাবদিহি চাওয়া হবে বলে জানানো হয়েছে। এখানেই জল্পনা, শিশির অধিকারীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে দল। প্রসঙ্গত, ভোটের আগের দিন একটি অডিও রেকর্ড বা ফোনালাপ ভাইরাল হয় ৷ সেখানে শিশির অধিকারী কথা বলেছিলেন বলে সূত্রের খবর ৷
advertisement
advertisement
‘আমি শিশির অধিকারী বলছি বাবা।’’ তরুণ কণ্ঠের ব্যক্তি উত্তর দেন, ‘‘হ্যাঁ, স্যার, বলুন স্যার।’’ এর পর সেই বয়স্ক কণ্ঠের ব্যক্তি অন্য জনের পরিচয় জানতে চান। তখন তরুণ কণ্ঠের ব্যক্তি বলেন, ‘‘আমি ১৩ নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ।’’ এর পর নিজেকে শিশির অধিকারী পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, ‘‘আমার ছেলে বলেছিল, আপনাকে ফোন করে এক বার বলতে। একটু দেখে দেবেন বাবা।’’ তখন নিত্যানন্দ পরিচয়ের ব্যক্তি পাল্টা প্রশ্ন করেন, ‘‘কাকে দেখব স্যার?’’ উত্তরে বয়স্ক কণ্ঠ বলেন, ‘‘শুভেন্দুর প্রার্থী।’’
advertisement
নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি জিজ্ঞাসা করেন, ‘‘শুভেন্দুর প্রার্থী মানে কে স্যার বলুন?’’ তখন নিজেকে শিশির হিসাবে পরিচয় দেওয়া ব্যক্তি উত্তর দেন, ‘‘সে আপনাকে দেখে নিতে হবে। আমি বলতে পারব না।’’ নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি প্রশ্ন করেন, ‘‘শুভেন্দু তো বিজেপি করেন। আপনিও তা হলে বিজেপি-কে দিতে বলছেন?’’ তখন শিশির পরিচয় দেওয়া ব্যক্তি জবাব দেন, ‘‘আমি বলব, ভদ্রলোককে দেবেন। চোর-ডাকাতকে দেবেন না। তৃণমূল পার্টিতে যাঁরা আছেন সেটা আপনি আমার থেকে বেশি জানেন। আপনি বুদ্ধিমান লোক। চোর-ডাকাত চেনেন না? আমি খুব বিনীত ভাবে বলছি।’’
advertisement
নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি পাল্টা খোঁচা দেন, ‘‘আপনি যদি সাংসদ পদ ছেড়ে নেমে পড়তেন, তা হলে স্যার, সব জিতে যেত। আর তৃণমূল মাঠে থাকত না। জয় বাংলা, জয় বাংলা। বুড়ো বয়সে ভীমরতি।’’যদিও এই ভাইরাল রেকর্ডের সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা। এই অডিও রেকর্ড নিয়েও কড়া অবস্থান জানিয়েছিল তৃণমূল। ভোট মেটার পরে দলীয় স্তরে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না সেটাই এখন দেখার।
advertisement
Story-Abir Ghoshal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2022 9:18 AM IST