আরও পড়ুন WB Interim Budget 2021: বছরে ৩ শতাংশ বেতন বৃদ্ধি, অবসরে ৩ লক্ষ! পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ মমতার
আগামী পাঁচ বছর নেপালি, হিন্দি কামতাপুরী উর্দু এবং কুড়মালি ভাষাতে মোট ১০০ টি স্কুল রাজ্যজুড়ে তৈরি করা হবে। এই ভাষা গুলিতে শিক্ষকতার জন্য মোট ৩০০ প্যারা টিচার নিয়োগ করা হবে বলেও এদিনের বাজেটে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
এর পাশাপাশি চা বাগান এলাকায় সাদরি ভাষার জন্য ১০০ টি ও নতুন স্কুল তৈরি করা হবে আগামী পাঁচ বছরের জন্য বলে এদিনের অর্থ বাজেট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাষাতেও পড়ানোর জন্য মোট ৩০০ প্যারা টিচার নিয়োগ করা হবে। এর পাশাপাশি রাজবংশী ভাষাতেও ২০০ টি স্কুল তৈরি তৈরি করার কথা এদিনের বাজেটে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন প্রতি বছরই দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্য়াব, 'তরুণের স্বপ্ন স্কিম' ঘোষণা মুখ্য়মন্ত্রীর
অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ হওয়ায় মুখ্যমন্ত্রী পেশ করেন বাজেট৷ বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। স্বাভাবিকভাবে দ্বিতীয় তৃণমূল সরকারের এটাই শেষ বাজেট। সব মিলিয়ে এই বাজেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন বাজেট পেশের আগে যদিও বিধানসভায় হইচই হয়৷ অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নেয় বাম-কংগ্রেস৷