WB Interim Budget 2021: বছরে ৩ শতাংশ বেতন বৃদ্ধি, অবসরে ৩ লক্ষ! পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ মমতার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রসঙ্গত এদিনই বেতন কাঠামো নির্দিষ্ট করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলনে উত্তাল হল মধ্য কলকাতা চত্বর।
#কলকাতা: রাজ্যে বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ হওয়ায় মুখ্যমন্ত্রী পেশ করেন বাজেট৷ বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। স্বাভাবিকভাবে দ্বিতীয় তৃণমূল সরকারের এটাই শেষ বাজেট। সব মিলিয়ে এই বাজেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন বাজেট পেশের আগে যদিও বিধানসভায় হইচই হয়৷ অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নেয় বাম-কংগ্রেস৷
নির্বাচনের আগের বাজেটে একেবারে মা অন্নপূর্ণার ভূমিকায় মুখ্যমন্ত্রী৷ দরাজ বাজেটের ঘোষণা করলেন তিনি৷ সেখানে উল্লেখযোগ্যভাবে উঠে এল পার্শ্ব শিক্ষকদের বেতন প্রসঙ্গ৷ প্রতি বছর রাজ্যের পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি হবে৷ একই সঙ্গে অবসরের পর, অর্থাৎ ৬০ বছর পূর্ণ হলে অবসরকালীন ভাতা মিলবে ২ লক্ষ টাকা৷ অন্তর্বতী বাজেটে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ এর ফলে রাজ্যের পার্শ্বশিক্ষকদের দীর্ঘদিনের যে বেতন সমস্যার অভিযোগ উঠে আসছে, তাতে অনেকটাই সুরাহা হবে৷
advertisement
প্রসঙ্গত এদিনই বেতন কাঠামো নির্দিষ্ট করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলনে উত্তাল হল মধ্য কলকাতা চত্বর। নতুন বছরের প্রথমদিক থেকেই তাঁদের আন্দোলন জোরদার হচ্ছিল। ১৮ জানুয়ারি থেকে সল্টলেকের বিকাশ ভবনের কাছে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। শুক্রবার তাঁরা নবান্ন অভিযানের সিদ্ধান্ত নেন। সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল করে নবান্নমুখী হওয়ার সময়েই ধুন্ধুমার বেধে যায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 05, 2021 5:52 PM IST