#কলকাতা: রাজ্যে বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ হওয়ায় মুখ্যমন্ত্রী পেশ করেন বাজেট৷ বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। স্বাভাবিকভাবে দ্বিতীয় তৃণমূল সরকারের এটাই শেষ বাজেট। সব মিলিয়ে এই বাজেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন বাজেট পেশের আগে যদিও বিধানসভায় হইচই হয়৷ অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নেয় বাম-কংগ্রেস৷
নির্বাচনের আগের বাজেটে একেবারে মা অন্নপূর্ণার ভূমিকায় মুখ্যমন্ত্রী৷ দরাজ বাজেটের ঘোষণা করলেন তিনি৷ সেখানে উল্লেখযোগ্যভাবে উঠে এল পার্শ্ব শিক্ষকদের বেতন প্রসঙ্গ৷ প্রতি বছর রাজ্যের পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি হবে৷ একই সঙ্গে অবসরের পর, অর্থাৎ ৬০ বছর পূর্ণ হলে অবসরকালীন ভাতা মিলবে ২ লক্ষ টাকা৷ অন্তর্বতী বাজেটে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ এর ফলে রাজ্যের পার্শ্বশিক্ষকদের দীর্ঘদিনের যে বেতন সমস্যার অভিযোগ উঠে আসছে, তাতে অনেকটাই সুরাহা হবে৷
প্রসঙ্গত এদিনই বেতন কাঠামো নির্দিষ্ট করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলনে উত্তাল হল মধ্য কলকাতা চত্বর। নতুন বছরের প্রথমদিক থেকেই তাঁদের আন্দোলন জোরদার হচ্ছিল। ১৮ জানুয়ারি থেকে সল্টলেকের বিকাশ ভবনের কাছে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। শুক্রবার তাঁরা নবান্ন অভিযানের সিদ্ধান্ত নেন। সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল করে নবান্নমুখী হওয়ার সময়েই ধুন্ধুমার বেধে যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee