গত ৭ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্ত্বা নিয়ে তাঁর মত প্রকাশ করেন। তার ভিত্তিতে অভিযোগ হয়। FIR দায়ের করেন পুলিশ।
আরও পড়ুন: সাত সকালে আয়কর হানা! রানিগঞ্জের প্রাক্তন বিধায়কের বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনী
প্রাথমিক অনুসন্ধান না করেই পুলিশের অভিযোগের মধ্যে ধর্তব্যযোগ্য অপরাধ পেয়ে গেল ? FIR দায়ের করে দিল? সুপ্রিম কোর্টের গাইডলাইন দেখল না? এদিন সেই প্রশ্নও তোলেন বিচারপতি। পাল্টা রাজ্য জানায়, ”আমরা অভিযোগ পেয়ে FIR দায়ের করেছি।” প্রাথমিকভাবে এই অভিযোগে কোনও ধর্তব্যযোগ্য অপরাধ আদালত দেখতে পাচ্ছে না। এই চিঠিতে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে কিছু কথা লেখা রয়েছে। মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর।
advertisement
আরও পড়ুন: রেশন দুর্নীতির নকশা জ্যোতিপ্রিয়র, বাকিবুরের আত্মীয়কে সরকারি চাকরি, চার্জশিটে অভিযোগ ইডির
কেস ডাইরি তলব আদালতের। আদালতের নির্দেশ ছাড়া পুলিশ বিদ্যুৎ চক্রবর্তীকে গ্রেফতার করতে পারবে না এবং চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না। নির্দেশ আদালতের। এই মামলায় ১১ জানুয়ারি পরবর্তী শুনানি।