আরও পড়ুন: গরমে শরীরের উত্তাপ কমাতে এই ফলগুলিকে ডায়েটে রাখতেই হবে!
মাধ্যমিক পরীক্ষার্থীর 'পুষ্পা'র সংলাপ লেখা এই খাতার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোভিডের জেরে ২০২১ সালে পরীক্ষা হয়নি। কার্যত দীর্ঘ দুই বছর পর অফলাইন পরীক্ষা হয় ২০২২ সালে। এবছর পরীক্ষার্থীর সংখ্যাও খুব একটা কম ছিল না। কিন্তু অফলাইনে পরীক্ষা হওয়ার পর কোভিড যে শিক্ষাব্যবস্থার কী ক্ষতি করেছে, সেই ছবিটা স্পষ্ট হচ্ছিল। এক একটা উত্তরপত্র দেখে রীতিমত হতভম্ব হয়ে গিয়েছিলেন শিক্ষকরা। কোনওটা সাদা খাতা, কোনওটায় আবার গোটা প্রশ্নপত্রটাই টোকা।
advertisement
আরও পড়ুন: শুধু অভিযোগ জানানোই নয়, থানার কাজ অনেক! শুরু হল আপনার থানা আপনার পাড়ায়
তবে এই খাতায় লেখা রয়েছে পুষ্পা ছবির ডায়লগ। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের গলায় 'পুষ্পারাজ'-এর সংলাপ বেশ জনপ্রিয়। সেই ডায়লগই যে এবার মাধ্যমিকের খাতায় পাওয়া যাবে সেটা কেউই ভাবেননি। মাধ্যমিকের সাদা খাতায় বড় বড় করে লেখা, 'পুষ্পা, পুষ্পা রাজ…আপুন লিখেগা নেহি…'। মাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পর এখন পরীক্ষার খাতা দেখা শুরু হয়ে গিয়েছে। সেই রকম একটি খাতা মূল্যায়ণ করতেই গিয়েই এমন কাণ্ড দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই পোস্ট।
