TRENDING:

Kolkata News: লক্ষ্য ছিল ১, আচমকা রেইডে হাতে এল ১৮! কলকাতায় UP পুলিশের বড় অভিযান

Last Updated:

Kolkata News: উত্তরপ্রদেশ পুলিশের থেকে লালবাজারে ফোন করে ওই বাংলাদেশিদের আত্মগোপন করে থাকার খবর দেওয়া হয়। তার ভিত্তিতেই তদন্তে নামে লালবাজারের গুন্ডা দমন শাখা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরভোটের আগে কলকাতায় শোরগোল। বাইপাস সংলগ্ন (Kolkata News) আনন্দপুর থেকে গ্রেফতার হলেন ১৮ জন বাংলাদেশি নাগরিক। অভিযোগ, গ্রেফতার হওয়া ওই ব্যক্তিদের কাছে কোনও বৈধ নথি ছিল না। কেন এই বাংলাদেশিরা কলকাতায় এসে আত্মগোপন করে ছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে। তবে, গ্রেফতার হওয়া ওই বাংলাদেশিদের বিরুদ্ধে কলকাতা পুলিশকে খবর দেয় লখনউ এটিএস। উত্তরপ্রদেশ পুলিশের থেকে লালবাজারে ফোন করে ওই বাংলাদেশিদের আত্মগোপন করে থাকার খবর দেওয়া হয়। তার ভিত্তিতেই তদন্তে নামে লালবাজারের গুন্ডা দমন শাখা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফোন লোকেশন ট্র্যাক করেই আনন্দপুরের ওই বিল্ডিংটির খোঁজ পায় পুলিশ। সেখানে হানা দেন গুন্ডা দমন শাখার অফিসাররা। গ্রেফতার করা হয় ১৮ বাংলাদেশি নাগরিককে। যদিও এই ঘটনার পরই ফের আসরে নেমেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, ওই অবৈধ বাংলাদেশিদের মাদ্রাসায় লুকিয়ে রাখা হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কথায়, ''বাম আমল থেকেই এটা চলছে। রোহিঙ্গারা এই রাজ্যে আশ্রয় নিচ্ছে বহুদিন। এই ঘটনা ফের সেটাকেই প্রমাণ করল। এদের দিয়েই বিধানসভা ভোটের পর ঝামেলা করানো হয়েছিল। এখন কলকাতায় ভোট এসেছে, তাই আবার তাদের আনা হয়েছে।''

advertisement

আরও পড়ুন: চমকেই বাজিমাতের লক্ষ্য, কলকাতা পুরভোটে তৃণমূলের শেষ মুহূর্তের তারকা-টাচ!

গ্রেফতার হওয়া ওই ১৮ জনকে আনন্দপুর থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কোন উদ্দেশ্যে তাঁরা কলকাতায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্র খবর, উত্তর প্রদেশ থেকে এক আসামীকে গ্রেফতার করতে কলকাতায় এসেছিল এটিএসের দল। তাঁরা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে অভিযান চালানোর জন্য সাহায্য চেয়েছিল। কলকাতা পুলিশ তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এরপরই আনন্দপুরের গুলশন এলাকায় হানা দিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের কারও কাছে বৈধ পরিচয়পত্র নেই বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: খড়গপুরে এলেন অন্ধ্রের মন্ত্রী, গন্তব্য 'ডন' রামবাবুর বাড়ি! জেলাজুড়ে তোলপাড়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাঁদের কাছ থেকে যা যা নথি পাওয়া গিয়েছে, সবই ভুয়ো বলে দাবি করেছে পুলিশ। পুরভোটের আগে এতজন বাংলাদেশিকে একসঙ্গে গ্রেফতার করায় চিন্তার ভাঁজ বাড়ছে। উত্তর প্রদেশ পুলিশ সূত্রে খবর, মানব পাচারের একটি কেসে এক ব্যক্তিকে গ্রেফতার করতে এসেই খোঁজ মেলে এতজনের। এরপরই প্রত্যেককে গ্রেফতার করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: লক্ষ্য ছিল ১, আচমকা রেইডে হাতে এল ১৮! কলকাতায় UP পুলিশের বড় অভিযান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল