ইন্টারভিউ নেওয়ার কথা সেই ভবনে কথা থাকলেও এবার ইন্টারভিউয়ের জায়গা বদল করছে এসএসসি। কোথায় এই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া যায়, তা নিয়ে এসএসসি-তে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। চেয়ারম্যানের নেতৃত্বে বৈঠক হয় এদিন। বৈঠকের স্থান বদল করে এসএসসি-র সদর দফতরে এই নেওয়া হতে পারে ইন্টারভিউ। এর জেরে কিছুটা সময় বেশি লাগতে পারে ইন্টারভিউ নেওয়ার জন্য।
advertisement
আরও পড়ুন: অনুব্রতকে আরও চাপে ফেলে সায়গল এবার দিল্লিতে? সব নজর বৃহস্পতিবারে
প্রাথমিকের ২০১৪-এর টেট উত্তীর্ণ প্রার্থীদের আন্দোলনের জেরে ইন্টারভিউ স্থান বদল করতে চলেছে এসএসসি। জরুরি বৈঠকেই এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে এই ইন্টারভিউ প্রক্রিয়া। কালীপুজোর আগে দু' তিন দিন ইন্টারভিউ হলেও কালীপুজোর ছুটির শেষে জোর কদমে শুরু হচ্ছে এই ইন্টারভিউ।
আরও পড়ুন: 'ব্যথিত হই', দলের নেতাদের দুর্নীতি নিয়ে আক্ষেপ সৌগত রায়ের! ভাইরাল হল ভিডিও
যে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে তাঁদের নামের তালিকা, অ্যাকাডেমিক স্কোর সহ বিস্তারিত তথ্য তুলে দেওয়া হয়েছে ওয়েবসাইটে। কমিশনের তরফে জানানো হয়েছে, মোট ১১ টি বিষয়ে ইন্টারভিউ নেওয়া হবে। সেগুলি হল- বায়ো সায়েন্স, ভুগোল, ইতিহাস, পিওর সায়েন্স, হিন্দি,উর্দু, অ্যারাবিক, নেপালি, বাংলা, সংস্কৃত এবং ইংরেজি। এর মধ্যে কিছু কিছু বিষয়ে ২১ অক্টোবর থেকে শুরু করা হচ্ছে ইন্টারভিউ আবার কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু করা হচ্ছে ইন্টারভিউ। এবার সেই সূত্রেই ইন্টারভিউয়ের জায়গা বদল হল।