চোখে দেখা সূত্রে জানা গিয়েছে, দুটি বাস দ্রুতগতিতে প্রতিযোগিতা করছিল। সেই সময় রাস্তার ধারে বাইকে যাচ্ছিলেন এক ডেলিভারি বয়। আচমকাই নিমতা রুটের একটি মিনিবাস বাইকটিকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সরাসরি বাসের নীচে ঢুকে পড়েন।
advertisement
আহত ডেলিভারি বয়ের নাম তন্ময় বোস, বাড়ি হালিশহরে। স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পরেই ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে আসে। উত্তেজিত জনতা জড়িয়ে ধরে বাসে ভাঙচুর চালায় এবং বেলঘরিয়া ব্রিজের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আপনার ‘ব্লাড সুগার’ লেভেল কি ১৫০ ছাড়িয়ে গিয়েছে? এক টুকরো নারকেল এটা কমিয়ে আনতে পারে! কী ভাবে জানেন?
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক বাসচালককে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ।
বর্তমানে দুর্ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।