TRENDING:

Panchayat election 2023: এবারেও পঞ্চায়েত ভোটের ময়দানে ২০ হাজার নির্দল! তৃণমূলের কাঁটা, বিজেপি-র কৌশল?

Last Updated:

রাজ্য নির্বাচন কমিশন বুধবার যে তথ্য প্রকাশ করেছে, তাতে এবারের পঞ্চায়েত নির্বাচনেও প্রায় ২০ হাজার নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন (১৯ হাজার ৯৫৩)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গতবারের পঞ্চায়েত নির্বাচনেও শাসক দল তৃণমূল কংগ্রেসের মাথাব্যথা ছিল দলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীরা৷ এবারে তাই শুরু থেকেই টিকিট না পাওয়া দলের বিক্ষুব্ধদের কড়া বার্তা দিয়েছিল শাসক দলের শীর্ষ নেতৃত্ব৷ যদিও সেই বার্তায় যে কাজে কাজ তেমন হয়নি, রাজ্য নির্বাচন কমিশনের পরিসংখ্যানেই তা স্পষ্ট হয়ে গেল৷
নির্দলদের নিয়েই বাজিমাতের চেষ্টায় বিজেপি?
নির্দলদের নিয়েই বাজিমাতের চেষ্টায় বিজেপি?
advertisement

রাজ্য নির্বাচন কমিশন বুধবার যে তথ্য প্রকাশ করেছে, তাতে এবারের পঞ্চায়েত নির্বাচনেও প্রায় ২০ হাজার নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন (১৯ হাজার ৯৫৩)৷ সংশ্লিষ্ট মহলের মতে, এই নির্দলদের একটা বড় অংশ যেমন তৃণমূলের বিক্ষুব্ধরা, সেরকমই বহু বিজেপি নেতা কর্মীও এবার নির্দল হিসেবে লড়ছেন৷ তবে তৃণমূল এবং বিজেপি শিবিরের যাঁরাই নির্দল হিসেবে লড়ছেন, তাঁদের মনোভাবে মূল একটি পার্থক্য রয়েছে বলেও মত রাজনৈতিক মহলের৷

advertisement

আরও পড়ুন: বেনজির পদক্ষেপ রাজ্যপালের, কমিশনার পদে রাজীব সিনহার থাকা নিয়েই আইনি সঙ্কট?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের টিকিট না পেয়েই বহু প্রার্থী নির্দল হিসেবে লড়ছেন৷ আবার অনেক জায়গাতেই কৌশলগত কারণে দলের প্রতীক না দিয়েই নির্দলদের সমর্থন করছে বিজেপি৷ কারণ, বিজেপি-র প্রতীকে লড়লে সরাসরি শাসক দলের হামলার মুখে পড়ার আশঙ্কা অনেক বেশি৷ তাই নির্দল হিসেবেই বহু প্রার্থীকে ভোটের লড়াইয়ে নামিয়ে দিয়েছে গেরুয়া শিবির৷

advertisement

আরও পড়ুন: ২০১৮ থেকে কতটা কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়? অনুব্রত না থাকলেও শীর্ষে সেই বীরভূম

বুধবার নন্দীগ্রামে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাতেও সেই ইঙ্গিত মিলেছে৷ কারণ খোদ বিরোধী দলনেতার বিধানসভা এলাকা হলেও নন্দীগ্রামের অনেক জায়গায় পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে পারেনি বিজেপি৷ শুধু বিজেপিই নয়, অনেক জায়গায় বিরোধীরা একজোট হয়ে নির্দল প্রার্থীকে সমর্থন করছেন, এমন ছবিও সামনে এসেছে৷ দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমাতেই এমন নির্দল প্রার্থীর খোঁজও মিলেছে৷

advertisement

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভোটের ফল বের হোক, তাহলেই সব বুঝতে পারবেন৷ কেন প্রার্থী দিইনি৷’ ফলে নিজেদের দলের বিক্ষুব্ধ হোক বা বিরোধী শিবিরের সমর্থন পুষ্ট, এবারের পঞ্চায়েত ভোটেও সেই নির্দল কাঁটার মুখে পড়তেই হল রাজ্যের শাসক দলকে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: এবারেও পঞ্চায়েত ভোটের ময়দানে ২০ হাজার নির্দল! তৃণমূলের কাঁটা, বিজেপি-র কৌশল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল