সব মিলিয়ে বকেয়া পুরভোট করিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে ঝাঁপাতে চলেছে তৃণমূল।
*ধূপগুড়ি পুরসভা* – ১৬ ওয়ার্ডের মধ্যে ১৫ ওয়ার্ড পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস
advertisement
*দুর্গাপুর কর্পোরেশন* – ৪২ ওয়ার্ডের মধ্যে ৩২টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, ১০’টা ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস
*হলদিয়া পুরসভা*- ২৯ ওয়ার্ডের মধ্যে মাত্র ছ’টায় এগিয়ে তৃণমূল কংগ্রেস৷ বাকি সব বিজেপি।
*নলহাটি পুরসভা* – ১৬ ওয়ার্ডের মধ্যে ১০ ওয়ার্ড এগিয়ে তৃণমূল কংগ্রেস, ৬ ওয়ার্ডে এগিয়ে বিজেপি। সবকটিতেই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।
*রায়গঞ্জ পুরসভা* – ২৭ ওয়ার্ড। সবকটিতে এগিয়ে বিজেপি। এর পরে অবশ্য উপনির্বাচনে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস।
*বুনিয়াদপুর পুরসভা* – ১৪ ওয়ার্ডের এই পুরসভায় বিজেপি এগিয়ে ১৩ ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেস এগিয়ে মাত্র একটি ওয়ার্ডে।
*কুপার্স ক্যাম্প পুরসভা* – ১২টি ওয়ার্ড। এর মধ্যে বিজেপি এগিয়ে ৯ টায় ও তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩’টে।
এই অবস্থায় শাসক দল শহরের মন জয়ে, বিধানসভা ভোটের আগে এই সব পুরসভার মন বুঝে নিতে চায় ৷ সূত্রের খবর, সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।