‘রাজকুমারীর মতো দেখতে’, প্রথম দেখাতেই ছবির প্রস্তাব শশী কাপুরের, ঋষি কাপুরের সঙ্গে জুটি বেঁধে সুপারহিট হন, তাঁকে চেনেন?

Last Updated:
১৯৮৯ সালে মুক্তি পায় ‘ত্রিদেব’। এই ছবির গান ‘তিরছি টুপি ওয়ালে’ সুপারহিট হয়। গোলাপি পোশাকে পর্দা কাঁপান এক নাবাগতা। চমকে যায় তামাম দর্শককুল। রাতারাতি তারকা হয়ে যান অভিনেত্রী। তিনি সোনম বখতাভর।
1/7
১৭ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন। মাত্র ২ বছরের কেরিয়ার। কিন্তু এমন উচ্চতা ছুঁয়েছিলেন যা অনেক অভিনেত্রীর সারা জীবনের স্বপ্ন থাকে। নব্বইয়ের দশকের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীর তকমা পেয়েছিলেন। শশী কাপুর তাঁকে দেখে এতটাই মুগ্ধ হয়ে যান যে সঙ্গে সঙ্গে বড় বাজেটের ছবির প্রস্তাব দিয়ে বসেন। তিনি কে জানেন?
১৭ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন। মাত্র ২ বছরের কেরিয়ার। কিন্তু এমন উচ্চতা ছুঁয়েছিলেন যা অনেক অভিনেত্রীর সারা জীবনের স্বপ্ন থাকে। নব্বইয়ের দশকের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীর তকমা পেয়েছিলেন। শশী কাপুর তাঁকে দেখে এতটাই মুগ্ধ হয়ে যান যে সঙ্গে সঙ্গে বড় বাজেটের ছবির প্রস্তাব দিয়ে বসেন। তিনি কে জানেন?
advertisement
2/7
১৯৮৯ সালে মুক্তি পায় ‘ত্রিদেব’। এই ছবির গান ‘তিরছি টুপি ওয়ালে’ সুপারহিট হয়। গোলাপি পোশাকে পর্দা কাঁপান এক নাবাগতা। চমকে যায় তামাম দর্শককুল। রাতারাতি তারকা হয়ে যান অভিনেত্রী। তিনি সোনম বখতাভর। তাঁর সৌন্দর্যে মুগ্ধ শশী কাপুর তৎক্ষণাৎ একটি ছবিতে সাইন করিয়েছিলেন সোনমকে।
১৯৮৯ সালে মুক্তি পায় ‘ত্রিদেব’। এই ছবির গান ‘তিরছি টুপি ওয়ালে’ সুপারহিট হয়। গোলাপি পোশাকে পর্দা কাঁপান এক নাবাগতা। চমকে যায় তামাম দর্শককুল। রাতারাতি তারকা হয়ে যান অভিনেত্রী। তিনি সোনম বখতাভর। তাঁর সৌন্দর্যে মুগ্ধ শশী কাপুর তৎক্ষণাৎ একটি ছবিতে সাইন করিয়েছিলেন সোনমকে।
advertisement
3/7
মাত্র ১৬-১৭ বছর বয়সেই বলিউডে পা রাখেন সোনম। ১৯৮৮ সালে ‘বিজয়’ ছবিতে সোনমকে লঞ্চ করেছিলেন খোদ যশ চোপড়া। অভিনয় জীবনের শুরুতেই সুপারহিট হন। নাম ছড়িয়ে পড়ে। ব্যাপক পরিচিত পান। তবে যত দ্রুত ক্যারিয়ার শুরু হয়েছিল, তত দ্রুত শেষও হয়ে যায়। ১৭ বছরের বড় এক পরিচালককে বিয়ে করেন। তারপর জনপ্রিয়তার শিখরে থাকতে থাকতেই ইন্ডাস্ট্রি ছেড়ে দেন। একেবারে স্বেচ্ছায়।
মাত্র ১৬-১৭ বছর বয়সেই বলিউডে পা রাখেন সোনম। ১৯৮৮ সালে ‘বিজয়’ ছবিতে সোনমকে লঞ্চ করেছিলেন খোদ যশ চোপড়া। অভিনয় জীবনের শুরুতেই সুপারহিট হন। নাম ছড়িয়ে পড়ে। ব্যাপক পরিচিত পান। তবে যত দ্রুত ক্যারিয়ার শুরু হয়েছিল, তত দ্রুত শেষও হয়ে যায়। ১৭ বছরের বড় এক পরিচালককে বিয়ে করেন। তারপর জনপ্রিয়তার শিখরে থাকতে থাকতেই ইন্ডাস্ট্রি ছেড়ে দেন। একেবারে স্বেচ্ছায়।
advertisement
4/7
দেবানন্দ, সানি দেওল, ঋষি কাপুরের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন সোনম। অনেক হিট ছবি উপহার দিয়েছেন। বলিউডে পসার জমাতে অভিনেতা-অভিনেত্রীদের বছরের পর বছর কেটে যায়। লম্বা স্ট্রাগল করেও সাফল্যের শিকে ছেঁড়ে না অনেকের ভাগ্যেই। সেখানে খুব সহজেই সিনেমায় সুযোগ পেয়েছিলেন সোনম। রাতারাতি তারকাও হয়ে যান।
দেবানন্দ, সানি দেওল, ঋষি কাপুরের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন সোনম। অনেক হিট ছবি উপহার দিয়েছেন। বলিউডে পসার জমাতে অভিনেতা-অভিনেত্রীদের বছরের পর বছর কেটে যায়। লম্বা স্ট্রাগল করেও সাফল্যের শিকে ছেঁড়ে না অনেকের ভাগ্যেই। সেখানে খুব সহজেই সিনেমায় সুযোগ পেয়েছিলেন সোনম। রাতারাতি তারকাও হয়ে যান।
advertisement
5/7
এখন আফসোস করেন সোনম। নিজেই বলেন, ইন্ডাস্ট্রি ছাড়া তাঁর উচিত হয়নি। বেশ কয়েকটি সাক্ষাৎকারে সোনম স্বীকার করে নিয়েছেন, শুধু বিয়ের জন্য নিজে হাতে তৈরি করা কেরিয়ার ধ্বংস করে দিয়েছিলেন। সোনমের কথায়, “বিয়ে করলেও কাজ ছাড়া উচিত নয়।”
এখন আফসোস করেন সোনম। নিজেই বলেন, ইন্ডাস্ট্রি ছাড়া তাঁর উচিত হয়নি। বেশ কয়েকটি সাক্ষাৎকারে সোনম স্বীকার করে নিয়েছেন, শুধু বিয়ের জন্য নিজে হাতে তৈরি করা কেরিয়ার ধ্বংস করে দিয়েছিলেন। সোনমের কথায়, “বিয়ে করলেও কাজ ছাড়া উচিত নয়।”
advertisement
6/7
বলিউড বাবল-কে দেওয়া সাক্ষাৎকারে সোনম জানান, প্রথম দেখাতেই শশী কাপুর তাঁকে ছবির নায়িকা করেছিলেন। ‘আজুবা’-তে প্রথমে ঋষি কাপুরের বিপরীতে অন্য এক অভিনেত্রীকে নেওয়া হয়েছিল। স্টুডিওতে তাঁকে দেখে শশী কাপুর বলেছিলেন, “এঁকে তো রাজকুমারীর মতো দেখতে।” এরপরই সেই অভিনেত্রীর জায়গায় সোনমকে কাস্ট করা হয়।
বলিউড বাবল-কে দেওয়া সাক্ষাৎকারে সোনম জানান, প্রথম দেখাতেই শশী কাপুর তাঁকে ছবির নায়িকা করেছিলেন। ‘আজুবা’-তে প্রথমে ঋষি কাপুরের বিপরীতে অন্য এক অভিনেত্রীকে নেওয়া হয়েছিল। স্টুডিওতে তাঁকে দেখে শশী কাপুর বলেছিলেন, “এঁকে তো রাজকুমারীর মতো দেখতে।” এরপরই সেই অভিনেত্রীর জায়গায় সোনমকে কাস্ট করা হয়।
advertisement
7/7
১৯৯০ সালে মুক্তি পেয়েছিল ‘আজুবা’। সেই সময় এই ছবির বাজেট ছিল ৮ কোটি টাকা। সোনমের অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। ছবিতে ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে অমিতাভ বচ্চন এবং ডিম্পল কাপাডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।
১৯৯০ সালে মুক্তি পেয়েছিল ‘আজুবা’। সেই সময় এই ছবির বাজেট ছিল ৮ কোটি টাকা। সোনমের অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। ছবিতে ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে অমিতাভ বচ্চন এবং ডিম্পল কাপাডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।
advertisement
advertisement
advertisement