‘রাজকুমারীর মতো দেখতে’, প্রথম দেখাতেই ছবির প্রস্তাব শশী কাপুরের, ঋষি কাপুরের সঙ্গে জুটি বেঁধে সুপারহিট হন, তাঁকে চেনেন?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
১৯৮৯ সালে মুক্তি পায় ‘ত্রিদেব’। এই ছবির গান ‘তিরছি টুপি ওয়ালে’ সুপারহিট হয়। গোলাপি পোশাকে পর্দা কাঁপান এক নাবাগতা। চমকে যায় তামাম দর্শককুল। রাতারাতি তারকা হয়ে যান অভিনেত্রী। তিনি সোনম বখতাভর।
advertisement
advertisement
মাত্র ১৬-১৭ বছর বয়সেই বলিউডে পা রাখেন সোনম। ১৯৮৮ সালে ‘বিজয়’ ছবিতে সোনমকে লঞ্চ করেছিলেন খোদ যশ চোপড়া। অভিনয় জীবনের শুরুতেই সুপারহিট হন। নাম ছড়িয়ে পড়ে। ব্যাপক পরিচিত পান। তবে যত দ্রুত ক্যারিয়ার শুরু হয়েছিল, তত দ্রুত শেষও হয়ে যায়। ১৭ বছরের বড় এক পরিচালককে বিয়ে করেন। তারপর জনপ্রিয়তার শিখরে থাকতে থাকতেই ইন্ডাস্ট্রি ছেড়ে দেন। একেবারে স্বেচ্ছায়।
advertisement
দেবানন্দ, সানি দেওল, ঋষি কাপুরের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন সোনম। অনেক হিট ছবি উপহার দিয়েছেন। বলিউডে পসার জমাতে অভিনেতা-অভিনেত্রীদের বছরের পর বছর কেটে যায়। লম্বা স্ট্রাগল করেও সাফল্যের শিকে ছেঁড়ে না অনেকের ভাগ্যেই। সেখানে খুব সহজেই সিনেমায় সুযোগ পেয়েছিলেন সোনম। রাতারাতি তারকাও হয়ে যান।
advertisement
advertisement
advertisement