TRENDING:

Train Cancelled: বাড়ি থেকে বেরনোর আগে তালিকাটা একবার দেখে নিন! দোল উপলক্ষে হাওড়া-শিয়ালদহের বহু ট্রেন বাতিল

Last Updated:

রানাঘাট-কৃষ্ণনগর ভায়া শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে দুটি ট্রেন বাতিল। রানাঘাট-নৈহাটি রুটে একজোড়া বাতিল করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দোল উপলক্ষে একগুচ্ছ ট্রেন বাতিল হচ্ছে শিয়ালদহ শাখায়। সোশ্যাল পোস্টে জরুরি বার্তা দিয়ে জানাল পূর্ব রেলওয়ে। দোল উপলক্ষে ইতিমধ্যেই হাওড়া শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। এবার বাতিলের তালিকায় রয়েছে শিয়ালদহ শাখার কিছু সাবর্বান ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে দক্ষিণ শাখা ও মেইন লাইনে প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে সকাল বেলার দিকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
News18
News18
advertisement

শিয়ালদহ-বর্ধমান শাখায় এক জোড়া ট্রেন বাতিল হয়েছে। শিয়ালদহ- রানাঘাট শাখায় মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে।

একইভাবে রানাঘাট-গেদে শাখায় ৪ জোড়া ট্রেন যাত্রা শুরু করবে না। শিয়ালদহ-গেদে শাখায় তিনটি ট্রেন বাতিল থাকছে।

আরও পড়ুন: ‘রুপি’র (₹) বদলে ‘রু’ (ரூ)! বাজেটের লোগোয় টাকার চিহ্ন বদলে দিল তামিলনাডু, ফের ‘ভাষাযুদ্ধে’ তামিল-কেন্দ্র

advertisement

রানাঘাট-কৃষ্ণনগর ভায়া শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে দুটি ট্রেন বাতিল। রানাঘাট-নৈহাটি রুটে একজোড়া বাতিল করা হয়েছে।

রানাঘাট -শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে মোট পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে শান্তিপুর যাওয়ার আটটি ট্রেন চলবে না।

এছাড়াও রানাঘাট বনগাঁ, শিয়ালদহ-বারাকপুর, বিধাননগর-বারাকপুর, বিধাননগর-নৈহাটি, শিয়ালদহ- নৈহাটি , বারাসত-বনগাঁ, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, ডানকুনি, রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

advertisement

দক্ষিণ শাখাতেও বাতিল করা হয়েছে বহু লোকাল। শিয়ালদহ থেকে বারুইপাড়া, ডায়মন্ড হারবার, বিবাদী-বাগ, সোনাপুর, ক্যানিং, মাঝেরহাট, লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: খেলতে খেলতে লিফটের মধ্যে একরত্তি…কেউ দেখল না! তারপর যা ঘটে গেল ভাবতে পারেনি কেউ

সব মিলিয়ে প্রায় ১০০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।হাওড়া-বর্ধমান শাখার মেইন লাইনে তিনটি আপ ট্রেন, ডাউনে দুটি ট্রেন বাতিল করা হয়েছে।

advertisement

হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে তিনজোড়া ট্রেন বাতিল করা হয়েছে। একই লাইনে সাতটি ট্রেন বাতিল থাকছে বলে জানিয়েছে রেল।হাওড়া-ব্যান্ডেল শাখার মেইন লাইনে চারজোড়া ট্রেন বাতিল। ডাউনে বাতিল সাতটি ট্রেন।

একইভাবে হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-তারকেশ্বর, নৈহাটি-ব্যান্ডেল, হাওড়া-শ্রীরামপুর, বর্ধমান-কাটোয়া শাখার আপ-ডাউনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

উভয় শাখায় অবশ্য সন্ধ্যার পরে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে। আগামীকালও একাধিক ট্রেন বাতিল থাকছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Train Cancelled: বাড়ি থেকে বেরনোর আগে তালিকাটা একবার দেখে নিন! দোল উপলক্ষে হাওড়া-শিয়ালদহের বহু ট্রেন বাতিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল