Elevator Accident: খেলতে খেলতে লিফটের মধ্যে একরত্তি...কেউ দেখল না! তারপর যা ঘটে গেল ভাবতে পারেনি কেউ

Last Updated:

সম্প্রতি সিরসিলা শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এক প্রবীণ পুলিশ কর্মকর্তা লিফট শ্যাফটে পড়ে প্রাণ হারান। ৫৯ বছর বয়সি ঠোটা গঙ্গারাম বুঝতে পারেননি যে লিফটটি প্রথম তলা থেকে নড়েনি।

News18
News18
হায়দরাবাদ: নিজের অ্যাপার্টমেন্টেই এদিক ওদিক খেলছিল বাচ্চাটা৷ বাড়ির বড়রা কেউ বোধহয় তেমন খেয়ালও করেনি৷ খেলতে খেলতেই কোনও ভাবে লিফটে উঠে পড়েছিল সে৷ তারপর আর তার খোঁজ পায়নি কেউ৷ এরপর যখন বাচ্চাটির খোঁজ পড়ে দেখা যায় সে অ্যাপার্টমেন্টের কোত্থাও নেই৷ খুঁজতে খুঁজতে লিফট খোলা হলে, সেখানেই দেখা যায় তার নিথর দেহ৷
হায়দরাবাদে মর্মান্তিক দুর্ঘটনা৷ নিজেরই অ্যাপার্টমেন্টের লিফটে আটকে পড়ে প্রাণ হারাল এক বছরের একরত্তি৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সন্তোষনগর কলোনিতে৷ এক বছরের শিশুটির বাবা একটি হস্টেলে নিরাপত্তারক্ষীর কাজ করেন৷ তিনি কুতুবশাহী মসজিদের কাছে মুস্তাফা অ্যাপার্টমেন্টে সরপরিবারে বসবাস করেন৷ বৃহস্পতিবার সকালে সেই অ্যাপার্টমেন্টের লিফটেই ঘটনাটি ঘটে৷
জানা গিয়েছে, এদিন কোনও ভাবে শিশুটি লিফটে আটকে পড়েছিল৷ তবে যখন তাকে উদ্ধার করা যায়, তখন সব শেষ৷ ঘটনার খবর পাওয়ার মাত্র আসিফনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়৷ ঠিক কী ভাবে ঘটনাটি ঘটল তার তদন্ত করছেন তাঁরা৷
advertisement
advertisement
আরও পড়ুন: গলার নলি কাটা ট্রলি-বন্দি দেহ! ৮ লাখ টাকার জন্য পাঁচমাস ধরে ঘোরাচ্ছিল…ঘোলার ঘটনার পুনর্নির্মাণ করাল পুলিশ
সম্প্রতি সিরসিলা শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এক প্রবীণ পুলিশ কর্মকর্তা লিফট শ্যাফটে পড়ে প্রাণ হারান। ৫৯ বছর বয়সি ঠোটা গঙ্গারাম বুঝতে পারেননি যে লিফটটি প্রথম তলা থেকে নড়েনি। তিনি ভুলবশত মনে করেছিলেন যে লিফট তার ফ্লোরে এসে পৌঁছেছে, কারণ প্রযুক্তিগত ত্রুটির কারণে গ্রিলের দরজাগুলি খুলে গিয়েছিল। লিফট এসেছে ভেবে গঙ্গারাম সামনে পা বাড়ান এবং লিফট শ্যাফটে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে৷ পরে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
advertisement
আরও পড়ুন: ‘পালালে হবে না…’, অধিবেশন কক্ষে স্পষ্ট বলে দিলেন মমতা! হাউজে কাগজ ছেঁড়া নিয়ে বিজেপি’কে জবাব মুখ্যমন্ত্রীর
ফেব্রুয়ারিতে, একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দেয়াল ও লিফটের মাঝখানে আটকে গিয়ে ছয় বছর বয়সি এক শিশুরও মৃত্যু হয়েছিল।
বাংলা খবর/ খবর/দেশ/
Elevator Accident: খেলতে খেলতে লিফটের মধ্যে একরত্তি...কেউ দেখল না! তারপর যা ঘটে গেল ভাবতে পারেনি কেউ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement