এদিনের বৈঠকে যা যা নির্দেশ দেওয়া হয়েছে...
* দ্বিতীয় ডোজ ভ্যাকসিন যাতে সবার সম্পূর্ণ হয়, অগ্রাধিকারের ভিত্তিতে তা সম্পূর্ণ করতে হবে।
* ব্যক্তিগত উদ্যোগে কোথাও যাতে টিকাকরণ শিবির বা দুয়ারে ভ্যাকসিন না করা হয়, তা কঠোরভাবে পালন করতে হবে।
* গর্ভবতী মায়েদের বিশেষ নজর দিতে হবে টিকাকরণ প্রক্রিয়ায়।
* ৪৫ বছরের উর্ধ্বে টিকাকরণ প্রক্রিয়ায় আরও বেশি নজর দিতে হবে।
advertisement
* প্রত্যন্ত অঞ্চলগুলিতে বিশেষভাবে টিকাকরণ প্রক্রিয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষত দার্জিলিং, কালিম্পংয়ের প্রত্যন্ত গ্রাম গুলিতে টিকাকরণ প্রক্রিয়া আরও নিবিড়ভাবে অগ্রাধিকারের ভিত্তিতে করতেও নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব। অপরদিকে, শহরাঞ্চলের বস্তি এলাকাগুলিতে এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা পাঠানোর নির্দেশও দিয়েছেন স্বাস্থ্যসচিব।
অপরদিকে, নাইট কারফিউ নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যে বিধি-নিষেধ জারি করা হয়েছে তা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ তা মানছেন না। বেশ কিছু হোটেল রেস্টুরেন্টও আইন ভাঙছেন বলে অভিযোগ আসছে। তাই নাকা চেকিং-এর পাশাপাশি ফ্লাইং স্কোয়াড নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যের তরফে। পাশাপাশি প্রয়োজন হলে আবগারি দফতরকেও নামাতে হবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং হাইওয়েগুলিতে। উল্লেখ্য, জেলার পুলিশ সুপার কমিশনারদেরও নির্দেশ দিয়ে বলা হয়েছে যাতে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। আন্তঃরাজ্য সীমান্ত এবং আন্তর্জাতিক সীমান্তগুলিতেও চেকিং করতে হবে, বলা হয়েছে এই নির্দেশিকায়।
