'দেশ বাঁচাবে বাংলা'... এই স্লোগানে ভর করেই এগোতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই রাজনৈতিক বার্তা দিতে চায় দল। আগামিকাল ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রায় দু'মাস আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। ইতিমধ্যেই ইউটিউব চ্যানেল, নিজেদের ব্লগ, এবং ফেসবুক পেজ তৈরি করে ফেলেছে তারা।শুক্রবার দুপুর ১২টা নাগাদ তৃণমূল ছাত্র পরিষদের নতুন ভিডিও প্রকাশ পেয়েছে। কোভিড পরিস্থিতির জন্য এ বার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ভার্চুয়ালি হবে। দুপুর দু'টোর সময় কালীঘাটের বাড়ি থেকে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রাক্তন ছাত্র নেতা, বর্ষীয়ান তৃণমূল নেতৃত্বের বক্তব্য ইউটিউবে প্রকাশ পেয়েছে।
advertisement
তবে এ বারের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পশ্চিম বাংলার পাশাপাশি ত্রিপুরা ,গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ পালন করা হবে। সেখানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জায়েন্ট স্ক্রীনের মাধ্যমে দেখানো হবে। প্রত্যেকটি জেলায় দুটো করে মঞ্চ তৈরি হবে। প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পতাকা উত্তোলন করা হবে। উত্তর কলকাতা, মধ্য কলকাতায় মঞ্চ থাকবে। কলকাতা জুড়ে ২০০টি জায়েন্ট স্ক্রিন থাকছে। মোহিত মঞ্চ, সুরেন্দ্রনাথ কলেজ কলেজ-সহ বেশ কয়েকটি জায়গায় ঘরের মধ্যে অনুষ্ঠান হবে। সংগঠনের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, ১২টার সময় গান লঞ্চ করেছি। কারণ বিজেপির ১২টা বেজে গিয়েছে। আগামীকাল মমতা বন্দোপাধ্যায় যে বার্তা দেবেন তার পরেই আমরা ঝাঁপিয়ে পড়ব গোটা দেশ জুড়ে।
ABIR GHOSAL
