২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল নিঃসন্দেহে ভালো ফল করেছে। কিন্তু ৭৭টি আসন নিয়ে বিরোধী আসনে বসা বিজেপি সহজে জমি ছাড়বে না তা বোঝা কঠিন নয়। সেক্ষেত্রে জেলায় জেলায় সংগঠন মজবুত করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং। ৫ জুন কোর কমিটির বৈঠক এই এক ব্যক্তি এক পদ নীতি প্রণয়নের কথা বলেই দেওয়া হয়েছিল। এবার জুলাইয়ে সেই কর্মসূচি বাস্তবায়ন করতে চলেছে ঘাসফুল শিবির। নতুন দায়িত্ব কাদের হাতে তুলে দেওয়া হবে, এই নিয়ে তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
advertisement
তবে স্বভাবতই প্রশ্ন আসছে এক ব্যক্তি এক পদ আদৌ চালু করতে পারবে তৃণমূল? গ্রাউন্ড রিপোর্ট বলছে, বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে এমন অনেক ব্যক্তি রয়েছেন যাঁরা দলীয় এবং প্রশাসনিক দুটি দায়িত্বই সব্যসাচীর মতো অনায়াসে সামলেছেন এক দশকের বেশি সময় । এই মুহূর্তে হঠাৎ করে তাঁদের হাত থেকে দায়িত্ব সরিয়ে নিলে ক্ষতি হতে পারে দলের কাঠামোয়। কাজেই কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেও নিতে হতে পারে, এমনটাই সূত্রের খবর।
কোনও কোনও ব্যক্তিকে সাময়িকভাবে হয়তো একাধিক দায়িত্বই দেওয়া হতে পারে। তবে ঘাসফুল শিবিরের মূল লক্ষ্য মন্ত্রীদের প্রশাসনিক দায়িত্ব নিবিড় ভাবে পালনে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। এবং জেলা সংগঠনের জন্য আলাদা করে এমন সংগঠক নির্বাচন করা যিনি তৃণমূলকে চাঙ্গা করার লক্ষ্যেই নিয়োজিত থাকবেন। আপাতত অপেক্ষা দেখার তালিকায় তাদের নাম থাকছে।