TRENDING:

Jagdeep Dhankhar: রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল, অবস্থানে অনড় ধনখড়

Last Updated:

গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন জগদীপ ধনখড়৷ মুখ্যমন্ত্রী সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না বলেও সরব হন তিনি (Jagdeep Dhankhar TMC clash)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে এবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)৷ সূত্রের খবর, বিধানসভার আগামী বাজেট অধিবেশনেই এই প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসক দল৷ রাজ্যপাল অবশ্য নিজের অবস্থানেই অনড় রয়েছেন৷ এ দিন ট্যুইট করে তিনি রাজ্যপাল জানিয়ে দিয়েছেন, বিধানসভায় কখন যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার আছে তাঁর৷
রাজ্যপাল জগদীপ ধনখড়৷
রাজ্যপাল জগদীপ ধনখড়৷
advertisement

গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন জগদীপ ধনখড়৷ মুখ্যমন্ত্রী সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না বলেও সরব হন তিনি৷ এ ছাড়াও রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন রাজ্যপাল৷ এই ঘটনার পর রাজ্যপালের সঙ্গে শাসক দলের সংঘাত আরও তীব্র আকার ধারণ করে৷ বুধবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল- মুখ্যমন্ত্রী মুখোমুখি সাক্ষাৎ হলেও দু' জনের মধ্যে কথা হয়নি৷

advertisement

আরও পড়ুন: বিধানসভায় শেষ মুকুল রায়ের বিধায়ক পদের শুনানি, এবার যা হতে চলেছে...

ইতিমধ্যেই রাজ্যপালকে অপসারণের দাবিতে সংসদের দুই কক্ষেই স্বতন্ত্র প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল৷ সংসদের বাজেট অধিবেশনেই বিষয়টি নিয়ে তৎপর হওয়ার জন্য দলীয় সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে৷ সংসদের মতোই রাজ্য বিধানসভাতেও রাজ্যপালের বিরুদ্ধে তৎপর হচ্ছে শাসক দল৷

advertisement

বিধানসভায় তৃণমূলের উপমুখ্য সচেতক তাপস রায় বলেন, 'স্বাধীনতার পর বাংলা কেন কোনও রাজ্যের রাজ্যপাল এভাবে রাজনৈতিক পদাধিকারীর মতো আচরণ করেননি৷ যেদিন থেকে এসেছেন সেদিন থেকেই ওনার আক্রমণের কেন্দ্রবিন্দু হয়েছেন আমােদর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর নেতৃত্বাধীন সরকার৷ অথচ বিধানসভায় ভাষণ পাঠ করার সময় তাঁকে বলতে হয় 'আমার সরকার৷' সংবিধান তাঁকে এই ক্ষমতা দেয়নি বা এই কাজ করার জন্য রাজ্যপালের অফিস নয়৷ স্বাভাবিক ভাবেই ওনার এই সমস্ত কার্যকলাপ মাথায় রেখে যা যা করণীয় তা আমাদের করতে হবে৷' যদিও তাপস রায় জানিয়েছেন, বিষয়টি দলের মধ্যে আলোচনার পরই নিন্দা প্রস্তাব আনা হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷

advertisement

আরও পড়ুন: নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে? দলীয় মুখপত্রে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস

রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূলের তরফে কী পদক্ষেপ করা হয়, সেদিকে নজর রাখছে বিজেপি-ও৷ বিধানসভায় বিজেপি-র মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, 'তৃণমূল নিন্দা প্রস্তাব আনলে সেখানে কী অভিযোগ করা হয় তা দেখেই আমরা নিজেদের বক্তব্য জানাবো৷' বিজেপি শিবিরের বক্তব্য, রাজ্যপাল সরকারের বিরুদ্ধে রূঢ় ভাষা ব্যবহার করলেও তাঁকে রাজ্য সরকার যেভাবে অবজ্ঞা করছে তাতে তিনি ভুল কিছু করেননি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারহাটিতে জন্ডিসের বিস্তার, আক্রান্ত একাধিক! মাঠে নেমেছে স্বাস্থ্য দফতর
আরও দেখুন

গত মঙ্গলবার বিধানসভায় রাজ্যপাল যে বক্তব্য রেখেছিলেন তাতে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে বিধানসভায় আসতে চাইলে তার কারণ জানাতে হবে রাজ্যপালকে৷ যদিও এ দিন ট্যুইট করে জগদীপ ধনখড় সংবিধানের ১৬৮ নম্বর ধারা উল্লেখ করে বুঝিয়ে দিয়েছেন, বিধানসভার ক্ষেত্রে সর্বোচ্চ পদে রয়েছেন রাজ্যপালই৷ ফলে বিধানসভায় যাওয়ার জন্য কারও কাছে জবাবদিহি করতে তিনি বাধ্য নন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jagdeep Dhankhar: রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল, অবস্থানে অনড় ধনখড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল