TRENDING:

অভিষেকের বুদ্ধিদীপ্ত চালেই বিদ্ধ বিজেপি, নতুন 'অস্ত্র' পেয়ে উজ্জীবিত তৃণমূল

Last Updated:

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেন, যদি তার কথা মিথ্যে হয়, তাহলে তার বিরুদ্ধে মামলা করুক শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় সল্টলেক ইডি দফতর থেকে বেরিয়ে একের পর এক গুরুতর অভিযোগ করেছেন। নাম না করে বলেছেন, তাঁর কাছে শুভেন্দু অধিকারীর সঙ্গে দ্বীপ রাষ্ট্রে থাকা ফেরার অপরাধীর সঙ্গে কথোপকথনের ভয়েস রেকর্ড রয়েছে। অভিষেক এও চ্যালেঞ্জ করে, যদি তার কথা মিথ্যে হয়, তাহলে তার বিরুদ্ধে মামলা করুক শুভেন্দু।
অভিষেকের নিশানায় শুভেন্দু
অভিষেকের নিশানায় শুভেন্দু
advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে সিবিআই-এর খাতায় ফেরার বিনয় মিশ্রর কথা বুঝিয়েছেন। শুভেন্দু অধিকারী নাকি ৬-৮ মাস আগে বিনয় মিশ্রকে ফোনে তাকে মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথোপকথনের ভয়েস টেপ অভিষেকের কাছে এসে পৌঁছেছে বলে দাবি করেছেন তিনি। ওই ভয়েস টেপ নিয়ে ফরেনসিক করানোর দাবি করেন। বলেন, 'সময় মতো আমি কোর্টে জমা করব ওই ভয়েস রেকর্ডিং '।

advertisement

আরও পড়ুন: সুদীপ্ত সেনের চিঠির মতোই নকল অডিও ক্লিপ! অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

তার দাবি, শুভেন্দু অধিকারীকে ভিডিওতে টাকা নিতে দেখা গিয়েছিল।সুদীপ্ত সেন ২১-এর নির্বাচনের আগে লিখিত ভাবে জানিয়েছিল শুভেন্দু অধিকারী তার কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছিল। অভিষেকের দাবি, ইডি, সিবিআই তাকে একবারও ডাকেনি কেন? বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।  অভিষেকের বক্তব্যের পর বিজেপি দলের মধ্যে শুভেন্দুকে নিয়ে অস্বস্তি আরও বাড়ল।

advertisement

এদিকে, তৃণমূল কংগ্রেস থেকে ভোটের আগে আসা নেতারা আবার ফিরে গেছে তৃণমূলে। এছাড়াও নিচু তলার বিজেপি কর্মীরা দল ছেড়ে গেছেন অনেক জায়গায়। দলের অন্দরে শুভেন্দু নিয়ে প্রশ্ন উঠেছে বলেও বিজেপি সূত্রের খবর। যদিও অভিষেকের দাবির পর মুখ খুলেছেন শুভেন্দুও। এই অডিও ক্লিপের দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির মতোই সাজানো হতে পারে বলে অভিযোগ করেছেন তিনি।

advertisement

আরও পড়ুন: রবিবার বদলে যাবে আবহাওয়া, ভিজবে সেই উত্তরবঙ্গ, দক্ষিণ থাকবে উষ্ণই! বাইরে বেরোলে সাবধান

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শুভেন্দু বলেন, 'আপনি বলেছেন অডিও আছে৷ অডিও আপনি প্রকাশ করুন৷ আমার কোনও সমস্যা নেই৷ আপনাকে অডিও ক্লিপের সাথে সাথে শুভেন্দু অধিকারীর ৯৭৩৩০৬৪৫৯৫ নম্বরটাও প্রকাশ করতে হবে৷ যদিও না পারেন, তাহলে ধরে নেবো সুদীপ্ত সেনের চিঠির মতো এটাও কাউকে দিয়ে গলা নকল করিয়ে বাজার গরম করার জন্য আপনি তৈরি করে রেখেছেন৷ ' একই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, 'আমি সিপিএমকে উৎখাত করেছি৷ আপনার পিসিকে আর আপনাকেও উৎখাত করব৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিষেকের বুদ্ধিদীপ্ত চালেই বিদ্ধ বিজেপি, নতুন 'অস্ত্র' পেয়ে উজ্জীবিত তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল