তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেন, ''এ নাকি বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা হাঁটতে হাঁটতে পুলিশের গাড়িতে উঠল। আলুভাতে সখী একটা৷ মুখে মারিতং জগৎ। বিরোধী দলনেতা হতে গেলে মমতার থেকে শিখতে পারত।'' দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে কুণাল বলেন, ''দিলীপ দা বললেন যেখানে আটকাবে সেখানেই বসব। শুভেন্দু অধিকারী কোথায় বসলেন। তিনিই চলে গেলেন। তিন মহিলা পুলিশ কর্মীই শেষ করে দিল। বিরোধী দলনেতার লড়াইয়ের যোগ্যতাই নেই। শুধু শুধু এ তো লোককে এনে হয়রানি। বিজেপি কর্মীরা জানুন, শুভেন্দুর বুকে নেই দম, ও খাবে চমচম। এই যে বারবার শুভেন্দু বলে, ওদের অর্ধেক লোক আমার সঙ্গে যোগাযোগ রাখে৷ এবার বল কে যোগাযোগ রাখে? যোগাযোগ রাখলে পুলিশের স্ট্যাট্রেজি জানতে পারত তো।''
advertisement
আরও পড়ুন: 'আস্ত একটা আলুভাতে, বিজেপি কর্মীরা শুনুন, শুভেন্দুর দমই নেই', প্রবল কটাক্ষ কুণালের
এখানেই শেষ নয়, শুভেন্দু আটক হওয়ার পর তাঁকে একের পর এক কটাক্ষ করেছেন কুণাল। বলেন, ''বিরোধী দলনেতা যুদ্ধ ঘোষণা করছিলেন। আস্ত আলুভাতে একটা। ছোট বেলায় বাবার দয়ায়, তারপর দিদির দয়ায় পদ পেয়েছে। যতগুলো ক্যামেরা তত সময় নার্ভ কাজ করল না। পুলিশ তুলে নিয়ে যাবে ভেবেছিল, এ তো দেখলাম হেঁটে হেঁটে লজ্জাবতী লতা হয়ে গাড়িতে উঠে গেল। আলুভাতে বিরোধী দলনেতার ভরসায় বিজেপি নেতারা লড়ছেন৷''
আরও পড়ুন: অভিযানের শুরুতেই বাধায় শুভেন্দু, মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! আটক করল পুলিশ
নবান্ন অভিযান নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "বিজেপির লোক নেই। ওরা লম্বা করে এক লাইনে দাঁড়ালেও ওরা নবান্ন অবধি পৌঁছতে পারবে না। ওদের লোকই তো নেই৷ ভিন রাজ্য থেকে বাসে করে সমাজবিরোধীদের আনা হয়েছে। যাদের লোক নেই তাদের কেন বাধা দেব? বাধা দিয়ে কী হবে।''