'আস্ত একটা আলুভাতে, বিজেপি কর্মীরা শুনুন, শুভেন্দুর দমই নেই', প্রবল কটাক্ষ কুণালের

Last Updated:

Kunal Ghosh: শুভেন্দু অধিকারী আটক হওয়ার পর তাঁকে একের পর এক কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

শুভেন্দুকে প্রবল আক্রমণ কুণালের
শুভেন্দুকে প্রবল আক্রমণ কুণালের
#কলকাতা: বিজেপির নবান্ন অভিযানে অন্যতম সেনাপতির ভূমিকায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাঁতরাগাছি থেকে যে মিছিল করে নবান্ন অভিযানে আসবে বিজেপি কর্মীরা, তার নেতৃত্বে থাকার কথা ছিল শুভেন্দুর। কিন্তু মঙ্গলবার বেহালা থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সময় আটকে দেওয়া হয় শুভেন্দুকে। আর এরপরই চরম ক্ষোভ দেখিয়ে গাড়ি থেকে নেমে পড়েন বিরোধী দলনেতা। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পরই তাঁকে আটক করা হয়। নিয়ে যাওয়া হয় লালবাজারে। আর এরপরই শুভেন্দুকে প্রবল কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেন, ''এ নাকি বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা হাঁটতে হাঁটতে পুলিশের গাড়িতে উঠল। আলুভাতে সখী একটা৷ মুখে মারিতং জগৎ। বিরোধী দলনেতা হতে গেলে মমতার থেকে শিখতে পারত। আলুভাতে সখী বলছে, ডোন্ট টাচ মি।''
এখানেই শেষ নয়, শুভেন্দু আটক হওয়ার পর তাঁকে একের পর এক কটাক্ষ করেছেন কুণাল। বলেন, ''বিরোধী দলনেতা যুদ্ধ ঘোষণা করছিলেন। আস্ত আলুভাতে একটা। ছোট বেলায় বাবার দয়ায়, তারপর দিদির দয়ায় পদ পেয়েছে। যতগুলো ক্যামেরা তত সময় নার্ভ কাজ করল না। পুলিশ তুলে নিয়ে যাবে ভেবেছিল, এ তো দেখলাম হেঁটে হেঁটে লজ্জাবতী লতা হয়ে গাড়িতে উঠে গেল। আলুভাতে বিরোধী দলনেতার ভরসায় বিজেপি নেতারা লড়ছেন৷''
advertisement
advertisement
কুণালের সংযোজন, ''সব মিলিয়ে দেখা গেল ৯১৮ জন৷ একটা ভীতু, কাপুরুষ, মেরুদন্ডহীন, ক্লীব নেতা। বিরোধী আন্দোলন কীভাবে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখে শেখা উচিত ছিল। দিলীপ দা বললেন যেখানে আটকাবে সেখানেই বসব। শুভেন্দু অধিকারী কোথায় বসলেন। তিনিই চলে গেলেন। তিন মহিলা পুলিশ কর্মীই শেষ করে দিল। বিরোধী দলনেতার লড়াইয়ের যোগ্যতাই নেই। শুধু শুধু এ তো লোককে এনে হয়রানি। বিজেপি কর্মীরা জানুন, শুভেন্দুর বুকে নেই দম, ও খাবে চমচম।''
advertisement
বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কুণালের বার্তা, ''এদের ভরসায় রাজনীতি করবেন। বিজেপি কর্মীরা ভেবে দেখুন। আর যাত্রা পালার পটচুলা রাহুল হেঁটে উঠে গেল। লকেট চ্যাটার্জী মনে মনে চাইছিলেন এটা ফ্লপ করুক। তাই হয়েছে। বিপুল টাকা খরচ করেছিল বিজেপি এই নবান্ন অভিযানে৷ কোনও স্ট্যাট্রেজি তৈরি করতে পারেনি। দিলীপ দাকে জিজ্ঞাসা করছি, আপনি বলার পরেও শুভেন্দু বসল না। তার মানে দম নেই। ওর সঙ্গে লোক নেই।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আস্ত একটা আলুভাতে, বিজেপি কর্মীরা শুনুন, শুভেন্দুর দমই নেই', প্রবল কটাক্ষ কুণালের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement