বিজেপির নবান্ন অভিযানে যাবেন, স্কুল বন্ধ রাখলেন প্রধান শিক্ষক! যা করলেন অভিভাবকরা...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Nabanna Abhijan: অভিযোগ ছাত্ররা সোমবার স্কুলে এলে প্রধান শিক্ষক পিন্টু পাড়ুই তাদের জানায়, আগামীকাল মঙ্গলবার স্কুল ছুটি থাকবে।
#আমতা: স্কুলের প্রধান শিক্ষক যাবেন বিজেপির নবান্ন অভিযানে, তাই স্কুল বন্ধ। এমনই অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক পিন্টু পাড়ুইয়ের বিরুদ্ধে। এলাকায় বিজেপি নেতা বলেও পরিচিত তিনি। নবান্ন অভিযানে গিয়েছেন, তাই স্কুল বন্ধ। প্রতিবাদে স্কুল গেটে বিক্ষোভ অভিভাবকদের। আমতার উদং প্রাইমারি স্কুলের ঘটনা।
অভিযোগ ছাত্ররা সোমবার স্কুলে এলে প্রধান শিক্ষক পিন্টু পাড়ুই তাদের জানায়, আগামীকাল মঙ্গলবার স্কুল ছুটি থাকবে। যদিও কেন ছুটি থাকবে তা তিনি জানাননি বলে পড়ুয়ারা জানায়। ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, মাঝেমধ্যেই স্কুলে আসেন না প্রধান শিক্ষক। এর ফলে পড়াশোনার ক্ষতির সম্মুখীন হচ্ছেন পড়ুয়ারা। এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন তারা।
advertisement
advertisement
এদিকে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা জলেশ্বর মোড়ে নবান্ন অভিযানের উদ্দেশ্যে যাওয়া বাস আটকানোর প্রতিবাদ যশোর রোডে অবরোধ শুরু করল বিজেপির কর্মী সমর্থকরা । বাগদা ব্লক থেকে বিজেপি কর্মীরা নবান্ন অভিযানে যাচ্ছিল সেই সময় গাইঘাটা থানার সামনে বাস আটকায় পুলিশ। যা নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে বিজেপি নেতাকর্মীদের। পরবর্তীতে জাতীয় সড়কে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা।
advertisement
অপরদিকে, ১৫১ সিআরপিসি আইন শৃঙ্খলা বলবৎ করার ধারা অনুযায়ী বাঁকুড়া জেলায় মোট আটক করা হয় ২৩১ জন বিজেপি কর্মী সমর্থককে। পরে ব্যাক্তিগত বন্ডে সকলকে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি জেলা পুলিশ সূত্রে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2022 1:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিজেপির নবান্ন অভিযানে যাবেন, স্কুল বন্ধ রাখলেন প্রধান শিক্ষক! যা করলেন অভিভাবকরা...