বিজেপির নবান্ন অভিযানে যাবেন, স্কুল বন্ধ রাখলেন প্রধান শিক্ষক! যা করলেন অভিভাবকরা...

Last Updated:

Nabanna Abhijan: অভিযোগ ছাত্ররা সোমবার স্কুলে এলে প্রধান শিক্ষক পিন্টু পাড়ুই তাদের জানায়, আগামীকাল মঙ্গলবার স্কুল ছুটি থাকবে।

স্কুল বন্ধ!
স্কুল বন্ধ!
#আমতা: স্কুলের প্রধান শিক্ষক যাবেন বিজেপির নবান্ন অভিযানে, তাই স্কুল বন্ধ। এমনই অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক পিন্টু পাড়ুইয়ের বিরুদ্ধে। এলাকায় বিজেপি নেতা বলেও পরিচিত তিনি। নবান্ন অভিযানে গিয়েছেন, তাই স্কুল বন্ধ। প্রতিবাদে স্কুল গেটে বিক্ষোভ অভিভাবকদের। আমতার উদং প্রাইমারি স্কুলের ঘটনা।
অভিযোগ ছাত্ররা সোমবার স্কুলে এলে প্রধান শিক্ষক পিন্টু পাড়ুই তাদের জানায়, আগামীকাল মঙ্গলবার স্কুল ছুটি থাকবে। যদিও কেন ছুটি থাকবে তা তিনি জানাননি বলে পড়ুয়ারা জানায়। ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, মাঝেমধ্যেই স্কুলে আসেন না প্রধান শিক্ষক। এর ফলে পড়াশোনার ক্ষতির সম্মুখীন হচ্ছেন পড়ুয়ারা। এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন তারা।
advertisement
advertisement
এদিকে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা জলেশ্বর মোড়ে নবান্ন অভিযানের উদ্দেশ্যে যাওয়া বাস আটকানোর প্রতিবাদ যশোর রোডে অবরোধ শুরু করল বিজেপির কর্মী সমর্থকরা । বাগদা ব্লক থেকে বিজেপি কর্মীরা নবান্ন অভিযানে যাচ্ছিল সেই সময় গাইঘাটা থানার সামনে বাস আটকায় পুলিশ। যা নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে বিজেপি নেতাকর্মীদের। পরবর্তীতে জাতীয় সড়কে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা।
advertisement
অপরদিকে, ১৫১ সিআরপিসি আইন শৃঙ্খলা বলবৎ করার ধারা অনুযায়ী বাঁকুড়া জেলায় মোট আটক করা হয় ২৩১ জন বিজেপি কর্মী সমর্থককে। পরে ব্যাক্তিগত বন্ডে সকলকে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি জেলা পুলিশ সূত্রে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিজেপির নবান্ন অভিযানে যাবেন, স্কুল বন্ধ রাখলেন প্রধান শিক্ষক! যা করলেন অভিভাবকরা...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement