TRENDING:

TMC: বয়কট করল গোটা দল, অথচ নতুন সংসদ ভবন উদ্বোধনে হাজির ২ তৃণমূল সাংসদ! বিরাট জল্পনা

Last Updated:

TMC: রবিবার দিল্লিতে সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়াই অবশ্য প্রথম নয়, এর আগে গত বছর জুলাই মাসে উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিরোধীরা। নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, এনসিপি, সিপিআই, সিপিএম, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ মোট ২০টি দল। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা নিয়ে যৌথ বিবৃতি জারি করেছিল তারা। সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ব্রাত্য রাখার বিরোধিতায় এই প্রতিবাদ করে বিরোধী শিবির। কিন্তু তৃণমূল দলগত ভাবে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করলেও সেখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা ও ভাইয়ের ওই অনুষ্ঠানে উপস্থিতি আরও একটি বিষয় ফের স্পষ্ট করে দিল, নামে তৃণমূলে থাকলেও আসলে তৃণমূলে ‘নেই’ ওই দুই সাংসদ।
তৃণমূলে জোর জল্পনা
তৃণমূলে জোর জল্পনা
advertisement

রবিবার দিল্লিতে সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়াই অবশ্য প্রথম নয়, এর আগে গত বছর জুলাই মাসে উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। কিন্তু দলের সেই নির্দেশ উপেক্ষা করে এনডিএ শিবিরের প্রার্থী জগদীপ ধনখড়কে ভোট দিতে দিল্লি গিয়েছিলেন সাংসদ পিতা-পুত্র।

আরও পড়ুন: ১০ মাস পর জেলের বাইরে অর্পিতা! গেলেন কোথায়? টাকা কার? উত্তরে চমকে দেওয়া প্রতিক্রিয়া

advertisement

সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট নিয়ে বিরোধীদের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছিল, “সংসদের অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি, তিনি যৌথ সংসদীয় অধিবেশনে ভাষণ দেন এবং সভা স্থগিত করেন। সংসদে পাস করা আইন কার্যকর করতে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে রাষ্ট্রপতিকে ছাড়া সংসদ অচল।”

আরও পড়ুন: অনুব্রতকে বড় বার্তা দিল তৃণমূল? এমন ঘটনা ঘটল, বিরাট আশঙ্কায় কেষ্ট-অনুরাগীরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তারপরেই রাষ্ট্রপতিকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীকে দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন কেন করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী শিবির। সংসদ ভবন উদ্বোধনের দিনই সেঙ্গল বা রাজদণ্ড স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশির ও দিব্যেন্দু আবারও বিতর্ক উসকে দিলেন। এখনও খাতাকলমে তৃণমূল সাংসদ তাঁরা। কিন্তু দলের নির্দেশ ভেঙে যেভাবে একের পর এক পদক্ষেপ করছেন তাঁরা, তাতে দলের সঙ্গে সংঘাত আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: বয়কট করল গোটা দল, অথচ নতুন সংসদ ভবন উদ্বোধনে হাজির ২ তৃণমূল সাংসদ! বিরাট জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল