TRENDING:

Abhishek Banerjee: বিজেপি থেকে ফেরানো যাবে না এই নেতাকে, অভিষেককে একযোগে চিঠি তৃণমূল বিধায়কদের

Last Updated:

তৃণমূলের (TMC) উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি অমল আচার্য বিধানসভা ভোটের আগে বিজেপি-তে যোগ দেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভোটের আগে বিজেপি-তে যোগ দেওয়া নেতাকে ফেরানো চলবে না৷ এই দাবি জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চিঠি দিলেন উত্তর দিনাজপুরের সাত বিধায়ক সহ দলের নেতারা৷ তাঁদের দাবি, বিজেপি-তে যোগ দেওয়া দলের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্যকে আর দলে নেওয়া চলবে না৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়
File Photo
অভিষেক বন্দ্যোপাধ্যায় File Photo
advertisement

তৃণমূলের (TMC) উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি অমল আচার্য বিধানসভা ভোটের আগে বিজেপি-তে যোগ দেন৷ কিন্তু ভোট মেটার পর অন্যান্য আরও অনেক নেতার মতো তিনিও তৃণমূলে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন৷ ঘনিষ্ঠ মহলে তিনি দাবি করেছেন, শাসক দলের অনেক নেতার সঙ্গেই তাঁর যোগাযোগ রয়েছে৷ ফলে যে কোনও দিন তিনি তৃণমূলে ফিরে আসবেন৷

advertisement

আরও পড়ুন: চার থেকে ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক পুরভোট, কমিশনকে পরামর্শ হাইকোর্টের

এই খবর সামনে আসতেই সক্রিয় হয়ে উঠেছেন জেলার বর্তমান তৃণমূল বিধায়ক এবং নেতারা৷ জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, চেয়ারম্যান সত্যজিৎ বর্মন ছাড়াও জেলা থেকে নির্বাচিত দলের সাত বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন৷ সেই চিঠিতে অমল আচার্যকে দলে না নেওয়ার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে দাবি জানানো হয়েছে৷ চিঠিতে সাক্ষর করা দলের বিধায়ক এবং নেতাদের দাবি, অমল আচার্য দলের খারাপ সময় বিজেপি-তে গিয়েছিলেন৷ এখন সুযোগ বুঝে ফিরে আসতে চাইছেন৷

advertisement

আরও পড়ুন: 'মমতার পরই মুখ ছিলেন অভিষেক! ইচ্ছেমতো কথা নয়', কল্যাণকে বার্তা কুণালের?

পাশাপাশি দাবি করা হয়েছে, অমল আচার্য দলে ফিরে এলে ফের জেলায় শাসক শিবিরের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবে৷ এমন কি, অমলবাবুকে দুর্নীতিপরায়ণ বলেও অভিযোগ করেছেন উত্তর দিনাজপুরের অন্যান্য নেতারা৷ তাঁদের দাবি, অমলবাবুকে ছাড়াই বিধানসভা নির্বাচনে তৃণমূল জেলায় যথেষ্ট ভাল ফল করেছে৷ দুই বিজেপি বিধায়কও তৃণমূলে যোগ দিয়েছেন৷ ফলে অমল আচার্যকে দলে না নিলেই আগামী লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুরে তৃণমূল আরও ভাল ফল করবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শুধু উত্তর দিনাজপুর নয়, অমল আচার্যকে দলে ফেরালে লাগোয়া জেলা দক্ষিণ দিনাজপুরেও দলের ক্ষতি হবে বলে দাবি করেছেন চিঠিতে সই করা নেতা এবং বিধায়করা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: বিজেপি থেকে ফেরানো যাবে না এই নেতাকে, অভিষেককে একযোগে চিঠি তৃণমূল বিধায়কদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল