TRENDING:

Ekushe July In Other States: মেঘালয়, ত্রিপুরা, অসম, গোয়া, একুশে জুলাই রাজ্য়ে রাজ্য়ে পালিত হবে কর্মসূচি

Last Updated:

এই বারের ২১ জুলাই সমাবেশ যে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই গত বারের মতো এবারেও বাংলার বাইরে একাধিক জায়গায় পালন করা হবে শহিদ সমাবেশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা-কারণে গত দু’বছর বন্ধ ছিল প্রকাশ্য সমাবেশ৷ গত দু'বছর তৃণমূল কংগ্রেস ২১ জুলাই পালন করেছিল ভার্চুয়ালি। এ বার পুরোনো জায়গাতেই ফিরছে শহিদ দিবসের মহাসমাবেশ৷ ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী বৃহস্পতিবার, ২১ জুলাই, লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তৃতা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতৃত্ব। ২০২৪-এর লোকসভা নির্বাচনের সুর একুশের মঞ্চ থেকেই বেঁধে দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যের শাসক দল এই সমাবেশকে ‘তাক লাগানো’ স্তরে তুলতে চাইছে৷
advertisement

এই বারের ২১ জুলাই সমাবেশ যে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই গত বারের মতো এবারেও বাংলার বাইরে একাধিক জায়গায় পালন করা হবে শহিদ সমাবেশ৷ সেই উপলক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। দল ইতিমধ্যেই বড় হয়েছে৷ একাধিক রাজ্যে বিস্তৃতি লাভ করেছে৷ তৃণমূল কংগ্রেস এখন সর্বভারতীয় দল৷ একাধিক রাজ্যের পুরসভা ও বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন ঘাসফুলের প্রার্থীরা৷ আগামী বছরেও বেশ কয়েকটি রাজ্যে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। এই সব কারণেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, এ বছর ২১ জুলাইয়ের সমাবেশ পৌঁছে দেওয়া হবে দেশের সর্বত্র৷ যে সব রাজ্যে দলীর কার্যালয় চালু করা হয়েছে, সেখানে যথাযথ মর্যাদায় পালন করা হবে  শহিদ দিবস৷ জায়ান্ট স্ক্রিনে দলনেত্রীর বক্তৃতা দেখানোর পাশাপাশি পালিত হবে বিভিন্ন স্থানীয় সামাজিক কর্মসূচিও৷

advertisement

আরও পড়ুন: সঙ্গীত দুনিয়ায় ফের নক্ষত্র পতন, প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং!

একাধিক রাজ্য নেতৃত্বকে তৃণমূলের শীর্ষ স্তর ইতিমধ্যেই এই নির্দেশ দিয়েছে৷ তাই বাংলা ছাড়াও বাইরের একাধিক রাজ্যে ২১ জুলাই-এর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ভার্চুয়ালি শোনানো হবে৷ দিল্লিতেও আলাদা কর্মসূচির মাধ্যমে শোনানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে দলনেত্রীর বক্তৃতা৷

advertisement

আরও পড়ুন: বীভৎস মেঘ ভাঙা বৃষ্টি! তছনছ হয়ে গেল শিমলা, ভয়াবহতার ভাইরাল ভিডিও

দলীয় স্তরে সিদ্ধান্ত হয়েছে, দেশের যে সব রাজ্যে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রয়েছে, সেখানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাইয়ের বক্তৃতা৷  অসম, ত্রিপুরা, মেঘালয়, গোয়ায় পালিত হবে তৃণমূলের শহিদ দিবস। ত্রিপুরা তৃণমূলের সভাপতি সুবল ভৌমিক এবং অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা জানিয়েছেন, রাজ্যের স্থানীয় ইস্যুকে সামনে রেখে ওইদিন সভা হবে৷ নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে পালন করা হবে ২১ জুলাই৷ ত্রিপুরায় তৃণমূলের স্টেট ইনচার্জ রাজীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ একুশের মঞ্চ থেকে দলনেত্রী ত্রিপুরার জন্য কী বার্তা দেন, তা শুনতে এখানকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন’৷ ওদিকে অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা জানিয়েছেন, ‘রাজ্যের বিজেপি সরকার অসমের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে৷ এই রাজ্য থেকে বিজেপিকে হঠাতে একুশে জুলাই আমরা সংঘবদ্ধভাবে শপথ নেব’৷ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ  লুইজিনহো ফালেরিও জানিয়েছেন, "গোয়াতেও ভার্চুয়ালি সমাবেশ শোনানোর ব্যবস্থা রাখা হচ্ছে।" মেঘালয়ে শিলংয়ের পুলিশ বাজারে সভা শোনানোর ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আবীর ঘোষাল

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ekushe July In Other States: মেঘালয়, ত্রিপুরা, অসম, গোয়া, একুশে জুলাই রাজ্য়ে রাজ্য়ে পালিত হবে কর্মসূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল