TRENDING:

Jago Bangla: 'কারও কাছে কোনও খবর থাকলে পুলিশকে জানান'! জাগো বাংলা'য় কেন এমন লিখল তৃণমূল?

Last Updated:

Jago Bangla: ইতিমধ্যেই দু'টি ঘটনাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এবার দলীয় মুখপত্রে ওই দুই খুনের ঘটনার তীব্র নিন্দাও করল তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুই কাউন্সিলরের খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বিরোধীরা সুর চড়িয়েছে। ইতিমধ্যেই নবান্নে পুলিশ- প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ রবিবার পুরুলিয়ার ঝালদা এবং উত্তর চব্বিশ পরগণার পানিহাটিতে (Panihati Councillor Murder) কংগ্রেস এবং তৃণমূলের দুই কাউন্সিলর খুন হন৷ ইতিমধ্যেই দু'টি ঘটনাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এবার দলীয় মুখপত্রে ওই দুই খুনের ঘটনার তীব্র নিন্দাও করল তৃণমূল।
নিন্দা তৃণমূলের
নিন্দা তৃণমূলের
advertisement

'জাগো বাংলা'য় দুই পুর প্রতিনিধির হত্যার ঘটনার নিন্দা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, "আমরা কড়া ভাবে নিন্দা করছি। কোনও মৃত্যুই কাম্য নয়। দুঃখজনক। পানিহাটিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। ঝালদাতেও আটক হয়েছে। তদন্ত চলছে। তদন্তের যথাযথ পদক্ষেপ সরকার নিয়েছে।''

আরও পড়ুন: আসানসোলে বড় চমক শত্রুঘ্ন সিনহার! প্রচারে তুলবেন ঝড়, সঙ্গী কে জানেন?

advertisement

আরও লেখা হয়েছে, ''দোষীরা ছাড় পাবে না। তদন্তে কোনও রং দেখা হয় না, হবে না।আমরা দেখতে চাই, এসবের মাথায় কে আছে। বাংলাকে বদনাম করতে পরিকল্পিতভাবে এই চক্রান্ত হচ্ছে। সুপারি কিলার দিয়ে খুন করানো হয়েছে। কারও কাছে কোনও খবর থাকলে পুলিশকে জানিয়ে সহযোগিতা করুন। পুলিশও যা করার করছে। সবাই সতর্ক থাকুন।''

advertisement

জাগো বাংলা-য় আরও লেখা হয়েছে, তৃণমূল যে কোনও খুন-জখমের তীব্র বিরোধী। জগাই-মাধাই-গদাই একজোট হয়ে বাংলার বিরুদ্ধে এসব চক্রান্ত করছে। বাংলা শান্ত। তাকে বদনাম করে নিজেরা হুক্কা হুয়া করার জন্য এই ধরণের অপকর্ম ওরাই করাচ্ছে। তৃণমূল কংগ্রেস তাদের দলীয় মুখপত্র জাগো বাংলায় এই বিবৃতি প্রকাশ করেছে।

আরও পড়ুন: দরজায় কড়া নাড়ছে 'বিপদ', বড় সিদ্ধান্ত নিলেন অনুব্রত মণ্ডল!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রবিবার ঝালদায় খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু৷ পানিহাটিতে খুন হন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত৷ এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা৷ বিধানসভাতেও মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিজেপি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jago Bangla: 'কারও কাছে কোনও খবর থাকলে পুলিশকে জানান'! জাগো বাংলা'য় কেন এমন লিখল তৃণমূল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল