শুধু তাই নয়৷ ব্রিগেডের মঞ্চ থেকেই নির্বাচনী ইস্তেহারের আগেই ‘ইস্তেহার’ প্রকাশ করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই সামনে এসেছে সেই ইস্তেহারের কপি৷
আরও পড়ুন: প্রথা ভাঙছে আজ, ব্রিগেড থেকেই ৪৮ আসনে প্রার্থী ঘোষণা করবেন মমতা! কারা পাচ্ছেন টিকিট?
ব্রিগেডের আগে নিজেদের প্রচারপত্রের ছত্রে ছত্রে কেন্দ্রের বিজেপি সরকারের তুলোধনা করেছে তৃণমূল৷ প্রচার পত্রে লেখা হয়েছে, ‘ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে, মানুষকে ইচ্ছাকৃকভাবে বঞ্চিত করে নিজেদের বাংলা-বিরোধী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে৷ এই বাংলা-বিরোধী লক্ষণগুলি বিজেপির প্রতিটি কার্যকলাপে স্পষ্ট হয়ে উঠেছে৷’
advertisement
আরও পড়ুন: পুলিশকর্তা থেকে বিধায়ক, আজ তৃণমূলে যোগ দেবেন কারা? চমকে দেওয়া খবর ঘাসফুল শিবিরে
শেষ পাঁচ বছরে রাজ্যের করের ‘প্রাপ্য’ টাকা আটকে রাখা সহ, প্রচারপত্রে উঠে এসেছে আবাস যোজনা, ১০০ দিনের কাজের যথাক্রমে ৮,১৪০ কোটি ও ৬,৯১৩ কোটি বকেয়া টাকা আটকে রাখার কথা৷ দেশজুড়ে বিজেপি বিরোধী দলগুলির উপরে কেন্দ্রীয় তদন্তকারী দলকে ‘ব্যবহার’ করার অভিযোগ আনা হয়েছে এই প্রচারপত্রে৷ সব মিলিয়ে বলাই যায় ব্রিগেডের প্রচারপত্রে বঞ্চনার অস্ত্রেই শান দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল৷