TMC Candidate List: প্রথা ভাঙছে আজ, ব্রিগেড থেকেই ৪৮ আসনে প্রার্থী ঘোষণা করবেন মমতা! কারা পাচ্ছেন টিকিট?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
TMC Lok Sabha Election 2024 Candidate List: ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায় ভিড় করতে শুরু করেছেন ৷ কর্মী সমর্থকদের মধ্যে রবিবারের এই সভা নিয়ে আগ্রহ তুঙ্গে ৷
কলকাতা: ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে ৷ আর তাতে তৃণমূল সুপ্রিমোর অনুমোদনও মিলেছে ৷ এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সেই তালিকা এদিন ঘোষিত হবে ব্রিগেড থেকে।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায় ভিড় করতে শুরু করেছেন ৷ কর্মী সমর্থকদের মধ্যে রবিবারের এই সভা নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ লোকসভার প্রচার মঞ্চ থেকে মমতা কী বার্তা দেন, সেদিকে নজর রাজনৈতিকমহলেরও ৷ কিন্তু, তৃণমূল সূত্রের খবর, আরও বড় চমক এদিন দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কালীঘাটের দলীয় কার্যালয়ের বদলে, ব্রিগেডের মঞ্চ থেকেই তিনি লোকসভার ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করবেন! শুধু তাই নয়,অসমের ৪ কেন্দ্র, উত্তরপ্রদেশের ১ ও মেঘালয়ের ১ কেন্দ্রেও প্রার্থী ঘোষণা হতে পারে এদিন।
advertisement
advertisement
শাসক দলের তরফে দাবি করা হয়েছে, রবিবার ব্রিগেডের মঞ্চে একসঙ্গে ৬০০ জন তৃণমূল নেতা উপস্থিত থাকবেন ৷ এদিন তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন,”ব্রিগেডের সভা যদি ট্রেলার হয়, গোটা সিনেমাটা এখন বাকি এখনও বাকি আছে ৷ বিনা যুদ্ধে কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না ৷”
advertisement
তৃণমূল সূত্রে খবর, এবারের প্রার্থী তালিকায় চমক থাকছে একাধিক। তৃণমূলের ব্রিগেড সমাবেশের মঞ্চে একাধিক যোগদান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা থেকে বিধায়ক, একাধিক বিশিষ্ট ব্যক্তি আজ ব্রিগেডে তৃণমূলে যোগ দেবেন। তৃণমূল সূত্রে এমনটাই খবর। আরও জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া ১০ জন বক্তব্য রাখবেন। বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বও বক্তব্য রাখবেন। তবে, সব নজর থাকবে মূলত তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 11:02 AM IST