Tmc Joining: পুলিশকর্তা থেকে বিধায়ক, আজ তৃণমূলে যোগ দেবেন কারা? চমকে দেওয়া খবর ঘাসফুল শিবিরে

Last Updated:

Tmc Joining: ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন তাপস রায়। পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আজ ব্রিগেডে যোগ দেবেন কারা?
আজ ব্রিগেডে যোগ দেবেন কারা?
কলকাতা: আজ তৃণমূলের ব্রিগেড সমাবেশের মঞ্চে একাধিক যোগদান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা থেকে বিধায়ক, একাধিক বিশিষ্ট ব্যক্তি আজ ব্রিগেডে তৃণমূলে যোগ দেবেন। তৃণমূল সূত্রে এমনটাই খবর। আরও জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া ১০ জন বক্তব্য রাখবেন। বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব বক্তব্য রাখবেন। এছাড়া সংখ্যালঘু , রাজবংশী সম্প্রদায় থেকেও বক্তব্য রাখবেন। আজ একটি QR code রাখা হবে। সেটাতে ক্লিক করলে বিজেপি বিরোধিতায় তৃণমূল কংগ্রেস কী কী করছে, তা ভিডিও আকারে দেখা যাবে।
ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন তাপস রায়। পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অপরদিকে, মতুয়া মুখ হিসেবে বিজেপি যে মুকুটমণি অধিকারীকে সামনে এনেছিল, সেই বিধায়কই যোগ দিয়েছেন তৃণমূলে। আর এর ফলে লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেয়েছে বঙ্গ গেরুয়া শিবির, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ফলে রবিবার কে কে তৃণমূলে যোগ দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
লোকসভা ভোটের আগে বাংলার শাসকদলের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। ১০০ দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল। দিল্লি, কলকাতায় একাধিক ধর্নার পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’র ডাক তৃণমূলের।
advertisement
১০ মার্চ ব্রিগেড ময়দানের এই সভায় যোগ দিতে সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় সকলকে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে সময় ছিল মাত্র দেড় সপ্তাহ, তাই এখন এক মুহূর্তও সময় নষ্ট না করে উঠে পড়ে লেগেছিলেন দলের কর্মী-সমর্থকরা। রাজ্য জুড়ে গত ১০ দিন ধরে ৫০০-রও বেশি সভা-মিছিল হয়েছে। প্রতি ব্লকে এবং প্রত্যেক পুরসভা এলাকায় ১টি করে সভা করেছে তৃণমূল। সেই সঙ্গে ছিল গ্রাম ও শহরের ব্লকে ব্লকে মহা ব্রিগেডের সমর্থনে মিছিল-মিটিং। ৯ মার্চ অবধি এই প্রচার চালানোর পাশাপাশি রাজ্য জুড়ে ৬০ লক্ষেরও বেশি পোস্টার লাগানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tmc Joining: পুলিশকর্তা থেকে বিধায়ক, আজ তৃণমূলে যোগ দেবেন কারা? চমকে দেওয়া খবর ঘাসফুল শিবিরে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement