আরও পড়ুন- "কেন ২১ জুলাইতেই সভা করতে হবে, কী আছে ওই দিন?" আদালতের প্রশ্নে অস্বস্তিতে বিজেপি
করোনা মহামারীর কারণে দু'বছর ধর্মতলায় একুশের সমাবেশ না হওয়ায় এবারে শহিদ দিবসকে ঘিরে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। পুরুলিয়া, বাঁকুড়ার জঙ্গলমহলের পাশাপাশি দুই দিনাজপুর এবং বিভিন্ন জেলা থেকে সকাল থেকেই তৃণমূলের তরফে আয়োজন করা হয়েছে বিভিন্ন শিবির। একে একে সেসব শিবিরে আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
advertisement
পাশাপাশি মেডিকেল ক্যাম্পের সমস্ত বন্দোবস্তও খতিয়ে দেখেন তিনি। এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের রান্নাঘরে পৌঁছে যান অভিষেক। সেখানকার ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- এদেশের নাগরিকত্ব ছাড়ছেন লাখে লাখে মানুষ! পাকাপাকি বিদেশে থাকতে চাইছেন ভারতীয়রা!
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিদর্শন করে নিউজ১৮ বাংলার মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “দূরদূরান্ত থেকে কর্মী সমর্থকরা এসেছেন। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় তা দেখতেই এসেছি।”
করোনার কারণে দু’বছর একুশের শহিদ দিবসের সমাবেশ ধর্মতলায় করা যায়নি, তাই এবারের উন্মাদনা কি একটু বেশি? প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “আপনারাও তো সেই উন্মাদনার ছবি দেখছেন। কর্মী সমর্থকদের সকলের সুবিধা আমরা নিশ্চিত করছি।”