কোভিড সংক্রমণ ফের বাড়ায় গত ৩০ জুন রাজ্যে একটি কোভিড বিধি জারি করে। সেই নির্দেশিকা মেনেই শহিদ দিবসের সভা করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলকে। আদালত জানিয়েছে, আগামিকালের জমায়েত থেকে যেন বেশি করে কোভিড সংক্রমণ না ছড়ায় তার জন্য সমস্ত রকম পদক্ষেপ করুক রাজ্য। শান্তিপূর্ণ আবহাওয়ায় যেন সমাবেশ হয় তা নিশ্চিত করতে হবে রাজ্যকে, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
advertisement
আরও পড়ুন- ২১ জুলাই সভা করছে না বিজেপি! "রাত ৮ টায় সভাতে আসবে কে?" আদালতকে প্রশ্ন শুভেন্দুর
৩০ জুন রাজ্য স্বাস্থ্য দপ্তর যে নির্দেশিকা জারি করে, তাতে ঠিক কী কী রয়েছে?
- অ্যাসিম্পটোমেটিক, সম্পূর্ণ টিকাকরণ যাদের হয়েছে এবং যারা বুস্টার ডোজ নিয়েছেন তাঁদেরই এই সমাবেশে অংশগ্রহণ করার কথা।
- সবাই যেন সম্পূর্ণ টিকাকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন তার ওপর জোর দেওয়া উচিত। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে।
- স্বাস্থ্যকর্মীরা এবং ফ্রন্টলাইন কর্মীদের টিকাকরণ যেন সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
- কোমর্বিডিটি যাঁদের রয়েছে তাঁরা যেন সম্পূর্ণ টিকা নিয়ে থাকেন।
আরও পড়ুন- প্রয়াত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্যমন্তক দাস, বাড়ি থেকে উদ্ধার দেহ
- যাঁরা যেকোনও ধরনের সমাবেশেই অংশগ্রহণ করবেন তাঁরা যেন শারীরিক দূরত্ব মেনে চলেন, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন।
- যেখানে মানুষের জমায়েত হবে, বাজার এবং গণপরিবহন যেন সম্পূর্ণভাবে স্যানিটাইজ করা হয় এবং হাওয়া চলাচল যাতে হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- যেখানে মানুষের জমায়েত হবে সেখানে থার্মাল স্ক্রিনিং এবং উপযুক্ত স্যানিটাইজেশনের বন্দোবস্ত করতে হবে।
অন্যদিকে আরও একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়েছে রাজ্যকে। বেঞ্চ জানিয়েছে, ২১ জুলাই শহিদ দিবসের পর রাজ্যজুড়ে অশান্তি যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে রাজ্যকে।