TRENDING:

Arpita Mukherjee || পাল্লা ভারী বেলঘরিয়ায়! রথতলা থেকে উদ্ধার টাকা ছাপিয়ে গেল টালিগঞ্জের অঙ্ককে

Last Updated:

Arpita Mukherjee || ভোরের আলো ফোটার আগে পর্যন্ত টাকা নিয়ে আসতে চাইছিলেন না আধিকারিকেরা৷ টাকা গোনা শেষ হতে বেজে যায় প্রায় ভোর সাড়ে তিনটে৷ আটটি ট্রাঙ্ক বোঝাই টাকা আসে এসবিআইয়ের প্রধান দফতরের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ যেন দক্ষিণ বনাম উত্তরের লড়াই৷ পাল্লা ভারী কার? গত শুক্রবার থেকে কেন্দ্রবিন্দুতে একটাই নাম। অর্পিতা মুখোপাধ্যায়। টালিগঞ্জের পর বেলঘরিয়াতেও টাকার পাহাড়৷ রথতলার আবাসন থেকে উদ্ধার ২৭ কোটি ৯০ লক্ষ টাকা, পাঁচ কেজি সোনা৷ কার্যত বেলঘরিয়া ছাপিয়ে গেল টালিগঞ্জকে। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত টাকা নিয়ে আসতে চাইছিলেন না আধিকারিকেরা৷ টাকা গোনা শেষ হতে বেজে যায় প্রায় ভোর সাড়ে তিনটে৷ আটটি ট্রাঙ্ক বোঝাই টাকা আসে এসবিআইয়ের প্রধান দফতরের৷
অর্পিতা মুখোপাধ্যায়
অর্পিতা মুখোপাধ্যায়
advertisement

আরও পড়ুন: 'এমন কোনও কাজ করব না যার জন্য বদনাম হবে', পার্থ-অর্পিতা কাণ্ডে সাবধানী দেব

গতকাল দুপুর তিনটের পর থেকে শুরু হয় পট পরিবর্তন৷ প্রথমে অর্পিতার পৈতৃক বাড়িতে  গিয়ে তাঁর মাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এরপর দুটি ভাগে ভাগ হয়ে শুরু হয় তল্লাশি৷ বিছানার উপর, মেঝে, ফ্ল্যাটের শৌচালয়ের ভিতর থেকেও উদ্ধার কোটি কোটি টাকা। আর কোথায় কোথায় ফ্ল্যাট রয়েছে তার জিজ্ঞাসাবাদ শুরু হবে আজ থেকে৷

advertisement

আরও পড়ুন: আপনাদের অনেকের বাড়িতেই রেইড হয়েছে আমি জানি, ভয় পাবেন না: মমতা

জানা গিয়েছে, বেলঘরিয়ার ওই আবাসনে মোট দুটি আলাদা ফ্ল্যাট রয়েছে অর্পিতার। রথতলার ফ্ল্যাটে  নিয়মিত যাতায়াত ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের। সাত দিন আগেও তিনি এসেছিলেন। একটি ব্লক ৫-এ, একটি ব্লক-২-এ। ব্লক ৫-এর (৮-এ) ফ্ল্যাটে আপাতত তল্লাশি চালাচ্ছে ইডি। এই ফ্ল্যাটের আয়তন প্রায় ১৫০০ বর্গফুট। অন্য ফ্ল্যাটটি আয়তনে ছোট, ১৩৮০ বর্গফুট। এখানে গড়ে ফ্ল্যাটের দাম প্রায় ৮০ লক্ষ টাকা।  আবাসিকরা জানিয়েছএন, ব্লক ৫-এ ফ্ল্যাটে নিয়মিত আসতেন অর্পিতা। আর অন্য ব্লকের ফ্ল্যাটটিকে গেস্ট হাউজ করার পরিকল্পনা ছিল তাঁর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শুক্রবার রাত থেকেই কলকাতা শহরে একটাই নাম ঘুরে ফিরে আসছে অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতাকে 'টাকার পাহাড়' দেখিয়েছেন পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা। শুক্রবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা। ২০ টি আইফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee || পাল্লা ভারী বেলঘরিয়ায়! রথতলা থেকে উদ্ধার টাকা ছাপিয়ে গেল টালিগঞ্জের অঙ্ককে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল