আরও পড়ুন: 'এমন কোনও কাজ করব না যার জন্য বদনাম হবে', পার্থ-অর্পিতা কাণ্ডে সাবধানী দেব
গতকাল দুপুর তিনটের পর থেকে শুরু হয় পট পরিবর্তন৷ প্রথমে অর্পিতার পৈতৃক বাড়িতে গিয়ে তাঁর মাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এরপর দুটি ভাগে ভাগ হয়ে শুরু হয় তল্লাশি৷ বিছানার উপর, মেঝে, ফ্ল্যাটের শৌচালয়ের ভিতর থেকেও উদ্ধার কোটি কোটি টাকা। আর কোথায় কোথায় ফ্ল্যাট রয়েছে তার জিজ্ঞাসাবাদ শুরু হবে আজ থেকে৷
advertisement
আরও পড়ুন: আপনাদের অনেকের বাড়িতেই রেইড হয়েছে আমি জানি, ভয় পাবেন না: মমতা
জানা গিয়েছে, বেলঘরিয়ার ওই আবাসনে মোট দুটি আলাদা ফ্ল্যাট রয়েছে অর্পিতার। রথতলার ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের। সাত দিন আগেও তিনি এসেছিলেন। একটি ব্লক ৫-এ, একটি ব্লক-২-এ। ব্লক ৫-এর (৮-এ) ফ্ল্যাটে আপাতত তল্লাশি চালাচ্ছে ইডি। এই ফ্ল্যাটের আয়তন প্রায় ১৫০০ বর্গফুট। অন্য ফ্ল্যাটটি আয়তনে ছোট, ১৩৮০ বর্গফুট। এখানে গড়ে ফ্ল্যাটের দাম প্রায় ৮০ লক্ষ টাকা। আবাসিকরা জানিয়েছএন, ব্লক ৫-এ ফ্ল্যাটে নিয়মিত আসতেন অর্পিতা। আর অন্য ব্লকের ফ্ল্যাটটিকে গেস্ট হাউজ করার পরিকল্পনা ছিল তাঁর।
শুক্রবার রাত থেকেই কলকাতা শহরে একটাই নাম ঘুরে ফিরে আসছে অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতাকে 'টাকার পাহাড়' দেখিয়েছেন পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা। শুক্রবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা। ২০ টি আইফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও।