পরিবারের দাবি, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হলেও এটা ইচ্ছাকৃত খুন। এফআইআর কপিতে বলা হচ্ছে, গাড়িটি ব্রেক ফেল করেছিল। কিন্তু পরিবারের দাবি, গাড়ি দাঁড়িয়েছিল তারপরে স্পিড বাড়িয়ে ধাক্কা মারা হয়। এমনকি গাড়ির মধ্যে পাওয়া যায় সাতখানা মদের বোতল, গাঁজার কলকে। যদিও এফআইআর কপিতে বাজেয়াপ্ত দ্রব্যের উল্লেখ ছিল না।
advertisement
পরিবারের দাবি, রবিবার রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন আমিনুর রহমান এবং তার বন্ধু সৈয়দ আহমেদ। দ্রুত গতিতে গাড়িটি আসছিল, ব্রেক ফেল করেনি। আমিনুরকে ধাক্কা মেরে সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। তারপর আবারও গাড়িটি দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যায় সিদ্ধান্ত দাস। আঘাতের জেরে গুরুতর জখম হন। বর্তমানে রাস্তাটি গাড়ি চলাচলের কথা নয়, ইদ উপলক্ষে কয়েকদিনের জন্য ছাড় দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ ৫০০ মিলি জলে মিশিয়ে নিন হেঁসেলের ৩ জিনিস, বিনা খরচে ৭ দিনেই ম্যাজিক ফল! ফুলে ফুলে ভরবে গাছ
পরিবারের দাবি, আমিনুর রহমান যখন দুর্ঘটনায় আহত হন, তখন পুলিশের তরফ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি। পুলিশের তরফে দেওয়া হয়নি কোনও অ্যাম্বুল্যান্স। বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে জায়গা না পাওয়ার পরে রাস্তায় মৃত্যু হয় আমিনুরের। পরিবারের সদস্যরা কলকাতা পুলিশের অসহযোগিতার কথা বলছে এবং দোষীদের শাস্তির দাবি করছে।
আরও পড়ুনঃ চপারের কোপে ফালা ফালা যুবকের শরীর, রক্তে ভাসল গড়িয়াহাট মোড়, ভয়ঙ্কর কাণ্ড…
আমিনুরের ছেলের অভিযোগ, ‘যেদিন ঘটনা ঘটে রাত বারোটায় পুলিশ ডেকে সেটেলমেন্টের কথা বলে। তাদের কথায়, যদি গাড়ি ব্রেক ফেল করে, তাহলে সিসিটিভি ক্যামেরা তা দেখা যাচ্ছে না কেন? দুর্ঘটনার ঘটার আগে গাড়ি এক জায়গায় ব্রেক কষেছিল। সেলেব্রিটি বলে এরা বেঁচে যাবে তা হয় না, আমরা দোষীদের শাস্তি চাই।’ আমিরুলের ভাগ্নের অভিযোগ, ‘প্রথমে আমিরুল রহমানকে ধাক্কা মারে, অভিযোগ পুলিশ সহযোগিতা করেনি। এখন টাকা দিয়ে মিউচুয়াল করার কথা বলছে।’
সূত্রের খবর, শনিবার রাতে শহরের প্রথম সারির পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেনগুপ্ত, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এঁরা প্রত্যেকে সান বাংলার নতুন ধারাবাহিক ‘ভিডিয়ো বৌদি’র সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।
Samir Mondal