Gardening Tips: ৫০০ মিলি জলে মিশিয়ে নিন হেঁসেলের ৩ জিনিস, বিনা খরচে ৭ দিনেই ম্যাজিক ফল! ফুলে ফুলে ভরবে গাছ
- Published by:Shubhagata Dey
Last Updated:
Gardening Tips: ফুলের গাছ ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি যদি গামলাতেও গাছ বসান এবং গ্রীষ্মে সেগুলি বৃদ্ধি না পায়, তবে এই প্রয়োজনীয় প্রতিকারগুলি অবলম্বন করে আপনার গাছটি সবুজ ফুলে ভরে উঠবে।
advertisement
advertisement
advertisement
*কাটা-খোসা ছাড়ানো পরে, গামযায় মাটি দিন। গামলার মাটি দেওয়ার জন্য গোবর সারের এক-তৃতীয়াংশ, উর্বর মাটির এক-তৃতীয়াংশ এবং সমপরিমাণ ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে দিতে হবে। এই মিশ্রণটি তৈরি করে একটি পাত্রে ভরে নিন। আপনি এটিতে ১৫০ গ্রাম নিমের খোসাও যোগ করতে পারেন। নিমের খোসা ব্যবহার করলে গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা যাবে।
advertisement
advertisement
*মোগরা বা জুঁই গাছকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার পাশাপাশি কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করাও প্রয়োজন। তাই দুটি অ্যালোভেরা পাতা, চার থেকে পাঁচটি রসুনের কুঁড়ি ও আধা টুকরো পেঁয়াজ নিয়ে ভাল করে পিষে নিন। তারপর আধ লিটার জলে এই মিশ্রণ মিশিয়ে নিন। এই মিশ্রণটি গাছে ছিটিয়ে দিন। এটি শুধু ছত্রাকনাশক হিসেবেই কাজ করবে না, কীটনাশকের ভূমিকাও পালন করবে।