TRENDING:

Partha Chatterjee: তিনি নাকি কিছুই জানেন না! পার্থকে ফের জেলে গিয়ে জেরা, CBI-এর হাতে এবার নতুন তথ্য

Last Updated:

সিবিআইয়ের সেই আর্জিতে সায় দেয় আলিপুর আদালত৷ তারপরেই শুক্রবার প্রেসিডেন্সি সংশোধনাগারে যান সিবিআইয়ের দুই আধিকারিক৷ তাঁদের মধ্যে তদন্তকারী অফিসারও ছিলেন৷ এদিন প্রায় দু’ঘণ্টা ধরে জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। গোটা প্রক্রিয়াটির ভিডিওগ্রাফিও হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সংশোধনাগারে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করল সিবিআই৷ শুক্রবার সকাল সকালই প্রেসিডেন্সি সংশোধনাগারে হাজির হন সিবিআইয়ের দুই তদন্তকারী আধিকারিক৷ তারপরে শিক্ষক দুর্নীতি মামলার সূত্রে দীর্ঘক্ষণ পার্থকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা৷ গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়৷ হেফাজতে থাকাকালীন এই প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করল সিবিআই৷
advertisement

শিক্ষক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে চেয়ে গত বুধবার আলিপুর আদালতের বিচারকের কাছে আবেদন জানিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী৷ তাঁর বক্তব্য ছিল, ‘‘প্রত্যেকদিন  তদন্তের অগ্রগতি হচ্ছে। তাতে নতুন তথ্য উঠে এসেছে। সেটা যাচাই করতে সিবিআই জেলে গিয়ে (পার্থ চট্টোপাধ্যায়কে) জেরা করতে চায়। আমরা হাইকোর্টকে রিপোর্ট দিচ্ছি। আর সেই নির্দেশ অনুসারে তিন দিনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে হবে। জেরার সময় ভিডিওগ্রাফি করতে হবে।’’

advertisement

আরও পড়ুন: শুভেন্দুর অভিযোগে বেজায় বিপাকে রাজীব সিনহা! জারি হল আদালত অবমাননার রুল

সিবিআইয়ের সেই আর্জিতে সায় দেয় আলিপুর আদালত৷ তারপরেই শুক্রবার প্রেসিডেন্সি সংশোধনাগারে যান সিবিআইয়ের দুই আধিকারিক৷ তাঁদের মধ্যে তদন্তকারী অফিসারও ছিলেন৷ এদিন প্রায় দু’ঘণ্টা ধরে জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। গোটা প্রক্রিয়াটির ভিডিওগ্রাফিও হয়।

সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু নতুন তথ্য নতুন আঙ্গিক উঠে এসেছে সাম্প্রতিক তম তদন্ত প্রক্রিয়ায়। তার ভিত্তিতেই শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হয় বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর।

advertisement

আরও খবর:‘অন্তঃসত্ত্বার পেট ফালা করে গর্ভস্থ শিশুকে বার বার কোপ!’, ইজরায়েলের নৃশংস অভিজ্ঞতা শুনলে গা গুলিয়ে আসে

সিবিআই সূত্রে খবর, একাধিক প্রশ্নের উত্তরেই ‘তাঁর জানা নেই’, ‘তিনি কিছু জানতেন না’ গোছের উত্তর দিয়েছেন পার্থ৷ বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন বলেও জানা গিয়েছে।

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: তিনি নাকি কিছুই জানেন না! পার্থকে ফের জেলে গিয়ে জেরা, CBI-এর হাতে এবার নতুন তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল