TRENDING:

Primary TET SCam: শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের মোবাইলে কে এই ‘unknown 1’? বিরাট রহস্য ফাঁস ইডি-র, জানেন সে কে?

Last Updated:

ইডির চার্জশিটে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি তাঁর পরিচিত আত্মীয়দের চাকরি পাইয়ে দেবেন বলে শান্তনু বন্দোপাধ্যায়কে ১ কোটি ৩৯ লক্ষ টাকা দিয়েছিলেন। শান্তনুর সঙ্গে সেই সমস্ত চ্যাট, চিঠির ফটো কপি, মোবাইল স্ক্রিন শট, শান্তনুর দুটি মোবাইল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রের খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় নিজের মোবাইলে সেভ করে রেখেছিলেন একটি নম্বর৷ কিন্তু, সেই নম্বরের কোনও নাম দেননি৷ শান্তনুর মোবাইলে ‘আননোন ১’ বলেই সেভ করা ছিল সেই নম্বর! এবার নিজেদের চার্জশিটে এই unknown 1 এর পরিচয় ফাঁস করল ইডি। ১১৩ পাতার চার্জশিটে উল্লেখ করা হয়েছে এই ‘unknown 1’ সঙ্গে চ্যাটের বিষয়বস্ত। ইডির দাবি, এই নম্বর যাঁর, তাঁর কাছ থেকে ১ কোটি ৩৯ লক্ষ টাকা নিয়েছিলেন শান্তনু৷
advertisement

ইডির চার্জশিটে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি তাঁর পরিচিত আত্মীয়দের চাকরি পাইয়ে দেবেন বলে শান্তনু বন্দোপাধ্যায়কে ১ কোটি ৩৯ লক্ষ টাকা দিয়েছিলেন। শান্তনুর সঙ্গে সেই সমস্ত চ্যাট, চিঠির ফটো কপি, মোবাইল স্ক্রিন শট, শান্তনুর দুটি মোবাইল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রের খবর।

আরও পড়ুন:২৫ মে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? তোলপাড় সোশ্যাল মিডিয়া, কী জানাল শিক্ষা সংসদ, জেনে নিন স্পষ্ট

advertisement

জানা গিয়েছে, ওই বিশেষ ব্যক্তি বাংলায় চিঠি লিখেছিলেন শান্তনুকে। সেই চিঠির বয়ান ছিল এই রকম, ‘‘প্ৰিয়, শান্তনু,  ১ কোটি ৩৯ লক্ষ টাকা নিয়ে চাকরি দিতে পারোনি। এই আত্মীয়রা জমি বিক্রি করে টাকা দিয়েছিল চাকরির জন্য। কিন্তু ৪ বছর পরেও চাকরি মেলেনি। কিন্তু এখন চাকরি না পাওয়ায় টাকা ফেরতের জন্য তাঁরা চাপ দিচ্ছে। কীভাবে টাকা ফেরত দেবে, সেটা তোমার বিষয়। কিন্তু যে ভাবে পারো টাকা ফেরত দাও।’’

advertisement

জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ টাকা বলাগড়ের শ্রীপুর গ্রামে শান্তনুর বাড়ি ও শান্তনু ঘনিষ্ঠ রাকেশের পুঁড়শুরার বাড়িতে জমা দিয়েছিলেন ওই ব্যক্তি৷

আরও পড়ুন: দাড়িভিটে গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় NIA তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকেও, নির্দেশ আদালতের

advertisement

কিন্তু, কে এই ” Unknown 1″? ইডি জানতে পেরেছে, এই ব্যক্তির নাম গুণধর খাঁড়া। যিনি ইডি-কে বয়ানও দিয়েছেন৷ জানিয়েছেন, তাঁর ২৬ জন প্রার্থীর চাকরি দেওয়ার জন্য তিনি শান্তনুকে টাকা দিয়েছিলেন। আত্মীয়দের প্রাইমারি ও আপার প্রাইমারি চাকরি জন্য মোট ১.৩৯ কোটি টাকা তিনি শান্তনুকে দিয়েছিলেন বলে তাঁর দাবি। যদিও চাকরি করিয়ে দেননি শান্তনু। অন্যদিকে, টাকাও ফেরত দেয়নি। যদিও, শান্তনুর দাবি, এই গুণধর খাঁড়া নামের ব্যক্তিকে তিনি চেননই না৷

advertisement

ARPITA HAZRA

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

অর্পিতা হাজরা

বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary TET SCam: শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের মোবাইলে কে এই ‘unknown 1’? বিরাট রহস্য ফাঁস ইডি-র, জানেন সে কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল