TRENDING:

State Budget 2023: হাফ মন্ত্রী বলে কটাক্ষ, পাল্টা বিজেপি বিধায়ক মিহিরকে 'অমানুষ' বললেন চন্দ্রিমা!

Last Updated:

বাজেট বিতর্কে অংশ নিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী অর্থ প্রতিমন্ত্রীকে ' হাফ মন্ত্রী ' বলে কটাক্ষ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইহলোকে না থেকেও শুক্রবার তিনি বিধানসভায় ফিরে এলেন স্বমহিমায়। তিনি আর কেউ নন, প্রয়াত নেতা ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বিরোধী বেঞ্চ বা মন্ত্রীর আসনে বসে যিনি প্রতিপক্ষের প্রতিমন্ত্রীকে প্রায়শই 'হাফ মন্ত্রী' বলে কটাক্ষ করতেন। গতকাল বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর মুখে রাজ্য বাজেট পেশ করা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে হাফ মন্ত্রী বলে মন্তব্য করায় বিধানসভায় ফিরে এল প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতি।
চন্দ্রিমা- মিহিরের কথার লড়াই বিধানসভায়।
চন্দ্রিমা- মিহিরের কথার লড়াই বিধানসভায়।
advertisement

রাজ্য রাজনীতিতে কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক মিহির গোস্বামী আদি কংগ্রেসে প্রিয় - সুব্রতর অনুগামী বলে পরিচিত। গতকাল, বিধানসভায় বাজেট বিতর্কে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে নিশানা করতে গিয়ে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের অস্ত্রেই শান দিলেন মিহির।

আরও পড়ুন: পড়াশোনা করে চাকরি মিলবে কি না ঠিক নেই, পড়ুয়াদের চপ ভাজার 'শিক্ষা' প্রধান শিক্ষকের

advertisement

যদিও, জবাবি ভাষনে সেই মিহিরকেও ছেড়ে কথা বলেননি চন্দ্রিমা। মিহিরকে 'অমানুষ' বলে তীব্র কটাক্ষ করেছেন তিনি। মিহিরকে 'অমানুষ' বলার প্রতিবাদে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে বিজেপি।

বিধানসভায় রাজ্য বাজেট বিতর্ক  ও বাজেট পাসকে ঘিরে দু' দিনের আলোচনায় অংশই নিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে আজ বাজেট বিতর্কের শেষে জবাবি ভাষনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'অনেক বিরোধী দলনেতা দেখছি। কিন্তু, বাজেট অধিবেশনে বাজেট বিতর্কে অংশ নেওয়াকে প্রয়োজন বলে মনে করেন না এমন বিরোধী দলনেতা দেখিনি।'

advertisement

আরও পড়ুন: ডিএ নিয়ে বাড়ছে ক্ষোভ! মমতা বললেন, 'আমি গুপি গাইন, বাঘা বাইন নই'

পর্যবেক্ষকদের মতে,  দু' দিনের বাজেট বিতর্কে  শাসক ও বিরোধীদের মধ্যে তথ্য ও যুক্তির যে লড়াই প্রত্যাশিত ছিল, তার বদলে কার্যত খেউড় গাওয়াই হল বেশি। বাজেট বিতর্কে অংশ নিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী অর্থ প্রতিমন্ত্রীকে ' হাফ মন্ত্রী ' বলে কটাক্ষ করেন। চন্দ্রিমা প্রতিমন্ত্রী হলেও, তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সর্বোপরি, রাজ্য বাজেট পেশ করেছেন তিনিই। প্রতিমন্ত্রী হওয়ার কারণে তাঁকে হাফ মন্ত্রী বলে এই খোঁচার জবাবে মিহিরকে 'অমানুষ' বলে কটাক্ষ করেন চন্দ্রিমা।

advertisement

চন্দ্রিমার এই আক্রমণে রে রে করে ওঠে বিজেপি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বর্ষীয়ান বিধায়ককে করা এহেন মন্তব্য প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন। যদিও, তাতে কোন আমলই দিতে চাননি চন্দ্রিমা। অধিবেশনের শেষে মিহিরের বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ তুলে মন্ত্রী চন্দ্রিমার বিরুদ্ধে অধ্যক্ষ্যের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দেন অগ্নিমিত্রা পাল সহ বিজেপি বিধায়করা।

advertisement

স্বাধিকার ভঙ্গের নোটিস প্রসঙ্গে অগ্নিমিত্রার দাবি, 'রাজ্য বাজেট নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নের উত্তর না দিয়ে ব্যক্তি আক্রমণ করেছেন মন্ত্রী। সে কারণেই কখনও বিরোধী দলনেতা, কখনও দলের বর্ষীয়ান বিধায়ক মিহির গোস্বামীকে নিশানা করেছেন মন্ত্রী।'

যদিও, বিজেপির স্বাধীকার ভঙ্গের নোটিস ও তাঁর বিরুদ্ধে ব্যক্তি আক্রমনের অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন চন্দ্রিমা। বরং, তাঁর দাবি, মন্ত্রী হিসেবে তাঁর পদের মর্যদা না দিয়ে একজন মহিলাকে অপমান করেছে বিজেপি। এর জন্য ওদের ক্ষমা চাওয়া উচিত ছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

অধিবেশন চলাকালীন বিরোধী আসনে বসে খৈনি খাওয়ার অভিযোগে কার্যত স্পিকারের ভর্ৎসনার মুখে পড়তে হয় মিহিরকে। অভিযোগ অস্বীকার করলেও, দু' পক্ষের চাপানউতোরে আজ এমনিতেই  সভা ছিল সরগরম। তার উপর মন্ত্রী চন্দ্রিমাকে হাফ মন্ত্রী বলায় মিহিরই আজ হয়ে ওঠেন শাসকের নিশানা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
State Budget 2023: হাফ মন্ত্রী বলে কটাক্ষ, পাল্টা বিজেপি বিধায়ক মিহিরকে 'অমানুষ' বললেন চন্দ্রিমা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল