Mamata Banerjee: ডিএ নিয়ে বাড়ছে ক্ষোভ! মমতা বললেন, 'আমি গুপি গাইন, বাঘা বাইন নই'

Last Updated:

Mamata Banerjee: বাঁকুড়ার সভা থেকে এদিন ডিএ-এর পাশাপাশি মমতার মুখে শোনা গেল কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথাও।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া: বাঁকুড়ার সভা থেকে ফের ডিএ ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু বিষয়টিতে ক্ষোভের আঁচ মেটেনি রাজ্য সরকারি কর্মীদের একাংশের। সেই ইস্যুতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা। বাঁকুড়ার সভা থেকে এদিন ডিএ-এর পাশাপাশি মমতার মুখে শোনা গেল কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথাও।
এদিন মমতা বন্দোপাধ্যায় বলেন, "বাঁকুড়া গর্ব করার কত জায়গা। কত পর্যটন কেন্দ্র আছে। আগামী দিনে অনেক কিছু হবে। আমি তো ম্যাজিশিয়ান নই। আমি গুপি গাইন, বাঘা বাইন নই। আমাকেও টাকা জোগাড় করতে হয়। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ দিয়েছি।"
মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লির সরকার খাদ্য এর টাকা দিচ্ছে না। খাদ্য বিদেশে পাঠাতে হবে। গরিব মানুষকে দেবে না। বলছে আবাসের টাকা দেবে না। আমাদের টাকা আমাদের দিচ্ছে না। বলছে ওদের ভাতে মেরে দাও। এত সস্তা নয়, বাংলার মানুষ ভিক্ষা চায় না। মাথা উচু করে বাঁচতে চায়।"
advertisement
advertisement
বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওদের দুটো এমপি আছে। কি করেছে ওরা? আমরা গরিব মানুষ কে উচ্ছেদ করি না। উত্তরপ্রদেশে দু দিন আগে মা মেয়েকে পুড়িয়ে মেরেছে উচ্ছ্বেদ করতে। কোথায় সেন্ট্রাল টিম পাঠানো হল?"
advertisement
তিনি আরও বলেন, "আগে যখন আমরা আসতাম মাওবাদীদের অত্যাচারে কেউ বেরোতে পারতো না। এটা এখন হয় না। বাঁকুড়া এর লালমাটির গর্ব এটা।"
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: ডিএ নিয়ে বাড়ছে ক্ষোভ! মমতা বললেন, 'আমি গুপি গাইন, বাঘা বাইন নই'
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement