TRENDING:

Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির

Last Updated:

Jiban Krishna Saha:শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। সূত্রের খবর, আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পালানো, মোবাইল ফেলে দেওয়ার মতো অভিযোগকেও মিথ‍্যা বলে দাবি করলেন অভিযুক্ত বিধায়ক। জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। জামিনের তীব্র বিরোধিতায় ইডির হাতিয়ার চাকরিপ্রার্থীদের বয়ানে আর্থিক লেনদেন।
মিডলম‍্যানের সাহায্যে অযোগ্যকে চাকরি জীবনকৃষ্ণের! ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য
মিডলম‍্যানের সাহায্যে অযোগ্যকে চাকরি জীবনকৃষ্ণের! ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য
advertisement

আদালতে জীবনকৃষ্ণের আইনজীবী জানিয়েছেন, ‘‘অপরাধ এক, গ্রেফতার দুবার! কেন এমন? নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল। সুপ্রিম কোর্ট থেকে ওই মামলায় জামিন পেয়েছেন। ২০২২ সালে ইসিআইআর করে ইডি, এতদিন পর গ্রেফতার করা হয়েছে। সুপ্রিম কোর্টের জামিনের শর্ত লঙ্ঘন করেননি। একই মামলায় দুবার গ্রেফতার কেন করা হল? তদন্তে সহযোগিতা করেছেন । যে কোনও শর্তে জামিন মঞ্জুর করুক আদালত।’’

advertisement

আরও পড়ুন: রান্নাঘরে নুন, লঙ্কা পাশাপাশি রেখেছেন? সর্বনাশ! বাস্তুমতে সংসারে কী প্রভাব পড়ছে জানেন? কোন কোন জিনিস একসঙ্গে রাখতে নেই? এখনই জানুন

অন‍্যদিকে ইডির আইনজীবীর বক্তব‍্য, ‘‘জামিনের বিরোধিতা করা হচ্ছে। দুটো আলাদা তদন্তকারী সংস্থা। দুটো মামলা আলাদা। ইডি ও সিবিআই দুটো পৃথক এজেন্সি। আমাদের তদন্তে শ্বশুরবাড়ির সদস্য, স্ত্রী ও অত‍্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়রা ইন্টার কানেক্টেড( অভ‍্যন্তরীন সম্পর্ক খুব ভাল) এবং ইন্টার ট্রানসাকশন অর্থাৎ একে অপরের সাথে আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ রয়েছে।’’

advertisement

অভিযুক্ত বিধায়কের পরিবারের অন‍্যান‍্য সদস‍্যদের অ‍্যাকাউন্টে টাকা জমা পড়ার দাবি তুলে ইডির আইনজীবী আদালতকে জানান, ‘‘৪৬ লক্ষ টাকা পরিবারের সদস্যের অ‍্যাকাউন্টে জমা হয়েছে । যিনি সরকারি চাকরি করেন, তাঁর অ‍্যাকাউন্টে হঠাৎ এত পরিমাণ টাকা জমা পড়েছে এবং তার সঠিক তথ্য দিতে পারেননি। চাকরিপ্রার্থীদের বয়ানের আছে কীভাবে নগদে ও ব‍্যাঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে জীবনকৃষ্ণ সাহাকে। এডুকেশন স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বুঝতে হবে । তাই জামিন দেওয়ার বিরোধিতা করা হচ্ছে।’’

advertisement

আরও পড়ুন: চালের ড্রামে গিজগিজ করছে কালো, সাদা পোকা? ছোট্ট পুঁটলিতে ভরে ফেলে দিন এই জিনিস! ৩ বছরেও একটা পোকা ধরবে না…এখনই সেরা টিপস জেনে নিন

অ‍ন‍্যদিকে তাঁর সম্পর্কে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন জীবনকৃষ্ণ। এদিন তিনি জানিয়েছেন, ‘‘সত্যি সামনে আসবেই। কোনও অভিযোগ প্রমাণ করা যাবে না, কারণ সব অভিযোগই মিথ্যা। আমি একটি ছোট, গ্রামীণ ও প্রান্তিক এলাকার বিধায়ক, তফসিলি জাতিভুক্ত পরিবার থেকে উঠে এসেছি। আমার মোবাইলে কোনও অসঙ্গতি নেই। মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি। আমি সঙ্গে সঙ্গেই মোবাইলটি ইডি-র হাতে তুলে দিই। পালানোর চেষ্টা করিনি, যে পুকুরের কথা বলা হচ্ছে তা আমার বাড়ির ভেতরেই। আমি তখন সেখানেই দাঁড়িয়ে ছিলাম।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি আরও দাবি করেন, “আমার বাবা হয়তো ভয়ে কিছু বলেছেন, কিন্তু তিনি আমার বিরুদ্ধে কিছু বলতে পারেন না। আমি বাবার ব্যবসার সঙ্গে যুক্ত। আমি কারও নামে কোনও সম্পত্তি কিনিনি। যদি সম্ভব হয়, তদন্ত করে প্রমাণ করুন।” ইডি সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গতকালই জীবান কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছিল। আজ তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁর আইনজীবীর যুক্তি ও ইডি-র দাবি শোনেন। মামলার পরবর্তী শুনানি আগামী দিনে হবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল