TRENDING:

Tapas Roy on Partha Chatterjee: পার্থ ইস্যুতে এবার বিস্ফোরক তাপস রায় !

Last Updated:

Tapas Roy on Partha Chatterjee: নিজেই অনেক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল বলে কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়কে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ইস্যুতে এবার বিস্ফোরক বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায় (Tapas Roy)৷ এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তাপস রায় জানিয়েছেন, ‘‘ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে, ও তদন্তকারী সংস্থা বা আদালতের সামনে তা বলে দিচ্ছে না কেন। আসলে ও সারাজীবন অনেক ষড়যন্ত্রের সঙ্গে নিজেই যুক্ত ছিল বলে এখানে ষড়যন্ত্রের ভূত দেখছে।’’
পার্থ ইস্যুতে এবার বিস্ফোরক তাপস রায়
পার্থ ইস্যুতে এবার বিস্ফোরক তাপস রায়
advertisement

প্রসঙ্গত, সংবাদমাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের হেফাজত থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়৷ এমনও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ৷ এই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের সময় পার্থর সামনে প্রশ্ন রাখছেন ইডি-র তদন্তকারী অফিসাররা ৷ অথচ অধিকাংশ ক্ষেত্রেই আগের মতোই অধিকাংশ প্রশ্নে মুখে কুলুপ আঁটছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ নয়তো জবাব এড়িয়ে যাচ্ছেন তিনি ৷ ইডি সূত্রে অন্তত সেরকমই তথ্য উঠে আসছে ৷

advertisement

আরও পড়ুন-নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, উল্কার গতিতে আর্থিক উন্নতি অর্পিতার! সব কিছুকেই পিছনে ফেলেছে মায়ের অভিমান-হতাশা

সূত্রের খবর, গত কয়েকদিন পার্থ চট্টোপাধ্যায়কে কয়েক ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, ‘‘অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?’’ জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, 'হ্যাঁ, শুনেছি৷ এর পরেই ইডি-র তরফে প্রশ্ন করা হয়, 'এটা কি আপনার টাকা?' জবাবে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ওই টাকা তার নয়৷

advertisement

পাল্টা ইডি আধিকারিকরা প্রশ্ন করেন, 'তাহলে টাকা কার?' এবারেও সংক্ষিপ্ত জবাব দিয়ে পার্থ বলেন, 'বলতে পারব না৷' টাকার  মালিকানা নিয়ে প্রশ্নের সদুত্তর না পেয়ে পার্থর তোলা ষড়যন্ত্রের অভিযোগ নিয়েই তাঁকে প্রশ্ন করেন ইডি কর্তারা৷ মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে পার্থ দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ৷

advertisement

আরও পড়ুন-ইংরেজি 'V' অক্ষর দিয়ে নাম শুরুর উপরে নির্ভর করে অনেক কিছু! একবার মিলিয়ে দেখবেন না কি?

কারা ষড়যন্ত্র করেছে, সময় মতো তাও জানা যাবে বলে দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ জিজ্ঞাসাবাদের সময় পার্থকে তদন্তকারীরা এই সূত্র ধরেই জিজ্ঞেস করেন, কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল? সূত্রের খবর, সেই প্রশ্নের কোনও জবাবই দেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৷ পার্থ চট্টোপাধ্যায় যে তদন্তে সহযোগিতা করছেন না, প্রথম থেকেই সেই অভিযোগ ছিল ইডি-র৷ তুলনামূলক ভাবে অর্পিতা মুখোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জিজ্ঞাসাবাদের সময় অনেক তথ্য তদন্তকারীদের জানাচ্ছেন বলেও ইডি সূত্রে দাবি করা হয়েছিল৷ প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং মুখ বন্ধ রাখার যে কৌশল পার্থ নিয়েছেন, তা নিয়ে সমস্যায় পড়েছেন ইডি কর্তারাও ৷ তাই পাল্টা স্ট্র্যাটেজি নিচ্ছে ইডি-ও ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tapas Roy on Partha Chatterjee: পার্থ ইস্যুতে এবার বিস্ফোরক তাপস রায় !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল