শুধু সুদীপকে দুর্নীতি গ্রস্ত, পরাশ্রয়ী বলেই থামেননি ক্ষুব্ধ তাপস৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে নরেন্দ্র মোদি, ওম বিড়লাদের সঙ্গে সখ্যতা রাখেন এবং তাঁদের প্রশংসা করেন, সেই প্রসঙ্গ তুলেও প্রবীণ তৃণমূল সাংসদের দলের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন তাপস ৷ যেভাবে দুই নেতা প্রকাশ্যেই পরস্পরকে আক্রমণ করছেন, তা ক্রমশই তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে৷
advertisement
সুদীপ- তাপস সংঘাতের সূত্রপাত কয়েকদিন আগে৷ বিজেপি-র উত্তর কলকাতার নবনিযুক্ত সভাপতি তমোঘ্ন ঘোষের পরিবারের সঙ্গে সুদীপের ঘনিষ্ঠতার প্রসঙ্গ তুলে প্রথমে সরব হন তাপস৷ অভিযোগ করেন, তমোঘ্ন ঘোষের বাড়ির দুর্গা পুজোয় একই সঙ্গে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী৷
আরও পড়ুন: শুভেন্দুকে এবার জিজ্ঞাসাবাদ করবে রাজ্য পুলিশ, নোটিস পাঠাতেই তোলপাড় বাংলা
তাপস রায়ের এই আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেছিলেন, 'হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার৷ আমি দিল্লিতে যে সব বৈঠক করি, সেখানে সামনে নরেন্দ্র মোদি বসে থাকেন৷ আমি কারও সঙ্গে লুকিয়ে বৈঠক করি না৷'
এ দিন পাল্টা সুদীপকে জবাব দিয়ে তাপস বলেন, 'আমিও কিন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় টন্দ্যোপাধ্যায়ের কথার জবাব দেওয়ার জায়গায় নেই৷ আমিও পাঁচ বারের বিধায়ক, দশ বছরের কাউন্সিলর৷' রোজভ্যালি কাণ্ডে জেলে যেতে হয়েছিল সুদীপকে৷ সেই প্রসঙ্গে সুদীপকে খোঁচা দিয়ে তাপস আরও বলেন, 'আমি দুর্নীতিগ্রস্ত, হেফাজতে থাকা লোক নই৷ কোনও ব্ল্যাক স্পট নেই৷ আর এই প্রবাদ ব্যবহার করবেন না৷ আমরা সাদা হাতি, অনুৎপাদক নই৷ আমরা দলের ডোবারম্যান, গ্রে হাউন্ড, গ্রেট ডেন৷ আমরা দলকে সতর্ক করি, শত্রু দেখলে তেড়ে যাই৷'
আরও পড়ুন: বন্দুক হাতে তৃণমূল নেতা, ছবি ভাইরাল হতেই দারুণ তত্ত্ব দিলেন শাসক নেতা
তাপস রায় এ দিন আরও অভিযোগ করেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বরাবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সখ্যতা বজায় রেখে চলেন৷ প্রধানমন্ত্রী সুদীপকে স্যুটের কাপড় উপহার দিয়েছেন এবং সুদীপও পাল্টা প্রধানমন্ত্রীকে স্যুটের কাপড় কিনে উপহার দিয়েছেন, সেই প্রসঙ্গও তুলেছেন তাপস৷ একদিকে বিজেপি বিধায়করা যেখানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করছেন তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লোকসভার স্পিকার ওম বিড়লার প্রশংসায় কেন পঞ্চমুখ হচ্ছেন সেই প্রশ্নও তুলেছেন বরানগরের বিধায়ক৷ সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সি তৃণমূল নেতাদের বিরুদ্ধে তৎপর হলেও কেন সুদীপ সংসদে তা নিয়ে সরব হচ্ছেন না, সেই প্রশ্নও তুলেছেন তিনি৷
ক্ষোভের সঙ্গে তাপস বলেন, 'হাত ধুয়ে সিবিআই লেগে পড়েছে, একটা কথা বলেছেন? কোলে বাচ্চা নিয়ে আমাদের ঘরের বউমা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি-এর সামনে যাচ্ছে, একটা কথা বলেছেন? এই সময় মোদি, ওম বিড়লার ভজনা হলে তো আমি মেনে নিতে পারব না৷ ডেডিকেটেড কর্মীরা মেনে নিতে পারবে না৷'
তাপসের আরও কটাক্ষ, 'উনি তো ডেডিকেটেড নয়, ছ বছর দলে ছিলেন না৷ তার পরে এসে আমাদের ঘাড়ে চেপে আবার সাংসদ হয়েছেন৷ উনি বয়সে বড় হলেও আমার উত্তরসূরী৷ আগে আমি উত্তর কলকাতার সভাপতি ছিলাম৷ পরাশ্রয়ী রাজনীতিক৷ একে ওকে ধরে রাজনীতি করে৷ কোনও দিন সংগঠন করেছে নাকি?'