TRENDING:

বিজেপির জন্য 'আশা জাগানো' আসন, সেই উত্তর কলকাতায় কাকে দায়িত্ব দিল বিজেপি জানেন! চমকে দেওয়া নাম

Last Updated:

বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে বৈঠক হয় বৃহস্পতিবার। বিজেপির কোন নেতাকে এবার উত্তর কলকাতার বড় দায়িত্ব দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটে উত্তর কলকাতা কেন্দ্রে অন্তর্ঘাত, গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজ থেকে সরানো হয় উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষকে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বৃহস্পতিবার হরিয়ানা ভবনে তাপস রায়ের উপর দায়িত্ব দেওয়া সাংগঠনিক বৈঠকে।
দায়িত্বে কোন বিজেপি নেতা?
দায়িত্বে কোন বিজেপি নেতা?
advertisement

মহাগুরু তথা বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে বৈঠক হয়। বিজেপির নেতা তাপস রায়কে এবার বড় দায়িত্ব দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সল্টলেকের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকেই তাপস রায়কে দায়িত্ব দেওয়া হয়। উত্তর কলকাতার জেলার ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব দেওয়া হল তাপস রায়কে। উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষকে দায়িত্ব না দিয়ে তাপস রায়কে দায়িত্ব দেওয়া নিয়ে ডামাডোল শুরু হয়েছে ইতিমধ্যেই উত্তর কলকাতা বিজেপিতে।

advertisement

আরও পড়ুন: ঝাড়গ্রাম কাঁপানো এমএ পাশ চোর, মায়েরই গয়না চুরি করে বিক্রি, চাকরি খুইয়ে এখন জেলে সৌমাল্য! মারাত্মক কাণ্ড

বিজেপির সূত্রে খবর, উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপি অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের বিরুদ্ধে। সবদিক খতিয়ে দেখেই কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে উত্তর কলকাতার ভোটার তালিকা সংশোধনের গুরু দায়িত্ব দীর্ঘদিনের রাজনৈতিক কারিগর ও বিজেপি নেতা তাপস রায়কে মত বিজেপি রাজ্য নেতৃত্বের।

advertisement

তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে পদ্মের প্রার্থী হন তাপস। তবে জেলা সভাপতি তমোঘ্ন ঘোষকে ছেড়ে কেন এ দায়িত্ব দেওয়া হল তাপস রায়কে সে নিয়ে দ্বন্দ্ব চরমে উঠেছে উত্তর কলকাতা বিজেপির তাপস – তমোঘ্ন দুই শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে।

আরও পড়ুন: NIRF র‍্যাঙ্কিং অনুসারে ভারতের শীর্ষ ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলো? সামনে এল তালিকা, দেখে নিন

advertisement

যদিও তমোঘ্ন শিবিরের কর্মী সমর্থকরা সুদীপ বন্দোপাধ্যায়ের সঙ্গে তমোঘ্নর যোগাযোগ উড়িয়ে দাবি করেছেন গত লোকসভা নির্বাচনে তাপস রায়কে জেতানোর জন্য বহু কাজ করেছেন। তবে আদি বিজেপি নেতৃত্বের একাংশ কখনও চায়নি তাপস রায় দলে এসে টিকিট পেয়েই জিতে যান। যদিও সেসব বিতর্ক ছেড়ে উত্তর কলকাতা ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব পাওয়ার কাজিয়ায় এখন বড় হয়ে উঠেছে উত্তরের গেরুয়া শিবিরে।

advertisement

যদিও সকল স্তর থেকে বারংবার দলের অন্তর কলহ মিটিয়ে একসঙ্গে সাংগঠনিক কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সব ক্ষেত্রে এই আদি নব্য দ্বন্দ্ব বারংবার নির্বাচনী ফলের ক্ষেত্রে কাটা হয়ে উঠেছে পদ্ম শিবিরের কাছে। মিঠুন চক্রবর্তীকে নিজেদের সাংগঠনিক কাজে সক্রিয় করে কিংবা আগামী বিধানসভা নির্বাচনের আগে ময়দানে নামিয়ে নতুন পুরনো ঝগড়া ছেড়ে নির্বাচন উৎরাতে পারে কিনা বিজেপি সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপির জন্য 'আশা জাগানো' আসন, সেই উত্তর কলকাতায় কাকে দায়িত্ব দিল বিজেপি জানেন! চমকে দেওয়া নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল