TRENDING:

কৃত্রিম জলাশয়ে জলকামান দিয়ে মণ্ডপেই বিসর্জন কলকাতার নামী পুজোর ৪৩ ফুটের বিশাল প্রতিমা

Last Updated:

Durga Puja 2022: Tala Pratyay: পরিবেশ বাঁচিয়ে নিজেদের বাঁচানোর বার্তাই দিল উত্তর কলকাতার অন্যতম নামজাদা পুজো কমিটি টালা প্রত্যয়।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সময় এমন এক চক্র যা নিরন্তর, আবহমান, পরিবর্তনশীল। মানব জীবন সেই একই গতিধারায় বয়ে চলেছে। সেই পরিবর্তনশীলতার হাত ধরেই আমাদের জীবনে সৃষ্টির পরে আসে ধ্বংস। কখনও কখনও সেই ধ্বংসলীলা এতটাই প্রখর যার জন্য হয়তো প্রভাবিত হয়ে পড়ে আমাদের দৈনন্দিন জীবনধারা, কখনও প্রত্যক্ষ আবার কখনও বা পরোক্ষভাবে। আমরা জেনেও না জেনে থাকার ভান করি শুধুমাত্র আত্মতুষ্টি আর অজ্ঞতার দম্ভে। যে পৃথিবীতে আমরা বাস করি সেই পৃথিবীকেও রেহাই দিইনা।
এই প্রথমবার প্রতিমা বিসর্জন হল টালা প্রত্যয় পুজো মণ্ডপেই
এই প্রথমবার প্রতিমা বিসর্জন হল টালা প্রত্যয় পুজো মণ্ডপেই
advertisement

যে পরিবেশের উপর আমার  প্রত্যেকে নির্ভরশীল সেই পরিবেশ রক্ষা করা তো দূরের কথা, তার ধ্বংসলীলা আমরা নিজেরাই করে চলেছি অবলীলায়। এই সমস্ত কিছুর একটাই অজুহাত আমাদের কাছে আছে, আমরা মানুষ, প্রকৃতির সর্বোৎকৃষ্ট জীব। আমরা বারে বারে ভুলে গেছি যে সর্বোৎকৃষ্ট তকমা গায়ে লাগাতে গেলে তার মতো কাজও করতে হবে। এ বার সেই সময় এসেছে। মূলত এই ভাবনা থেকেই শুক্রবার উত্তর কলকাতার টালা প্রত্যয়ের দুর্গা পুজোয় এবারের নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হল এক অভিনব পদ্ধতিতে।

advertisement

'ইন্ডিয়া  গ্রিন রিয়েলিটি লিমিটেড' এমন একটি সংস্থা যারা শুরুর দিন থেকে কাজ করে এসেছে পরিবেশবান্ধবভাবেই। পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং আজ যখন প্রায় চূড়ান্ত সময় পৌছে গিয়েছে তখন সেই সংস্থার দায় ও দায়িত্ব এসে দাঁড়ায় পরিবেশের পাশে এসে দাঁড়ানোর। তিলোত্তমার অতি পরিচিত দুর্গা পূজা কমিটি টালা প্রত্যয় এবং তাদের শিল্পী সুশান্ত পাল এই বছর যে অভিনব ভাবে বিসর্জনের কথা ভেবেছেন তার পক্ষে থাকার জন্য এগিয়ে এসেছে এই সংস্থাটিও।

advertisement

আরও পড়ুন : মাথায় ঘাসের বোঝা চাপিয়ে হেঁটে যাচ্ছেন ভারতীয় যুবকের অস্ট্রেলীয় স্ত্রী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

টালা প্রত্যয়-এর পুজোর ইতিহাসে এই প্রথমবার প্রতিমা বিসর্জন হল পুজো মণ্ডপেই। ৪৩ ফুটের বিশাল প্রতিমা কৃত্রিম জলাশয় তৈরি করে জলকামানের মাধ্যমে প্রতিমা গলিয়ে ফেলা হলো সেই জলাশয়ে। অভিনব এই বিসর্জন দেখতে শুক্রবার সন্ধ্যায় মানুষের ঢল নামে পুজো মণ্ডপে।  কলকাতা পুরসভা এবং দমকল বিভাগের সহযোগিতায় নিরঞ্জনের গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হল। মূলত গঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচাতেই তাদের এই ভাবনা বলে জানালেন পুজো কমিটির উদ্যোক্তারা।

advertisement

আরও পড়ুন :  ২০ হাজার পাস শেষ, রেড রোডের কার্নিভালের পাসের চাহিদা তুঙ্গে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 'অন্য' বিসর্জনের সাক্ষী থাকল তিলোত্তমা। কথায় আছে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, আজকে আমাদের দেখানো পথে আগামী দিনে অন্যরাও যাতে এভাবেই গঙ্গা দূষণ ঠেকাতে উদ্যোগী হয় এটাই হোক আজ আমাদের সকলের শপথ। বলছে টালা প্রত্যয়। সব মিলিয়ে পরিবেশ বাঁচিয়ে নিজেদের বাঁচানোর বার্তাই দিল উত্তর কলকাতার অন্যতম নামী পুজো কমিটি টালা প্রত্যয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কৃত্রিম জলাশয়ে জলকামান দিয়ে মণ্ডপেই বিসর্জন কলকাতার নামী পুজোর ৪৩ ফুটের বিশাল প্রতিমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল