২০ হাজার পাস শেষ, রেড রোডের কার্নিভালের পাসের চাহিদা তুঙ্গে

Last Updated:

নবান্ন সূত্রে খবর, চাহিদার কথা মাথায় রেখে আরও পাস ছাপানো হচ্ছে। সূচি অনুযায়ী ৯৫ টি পুজো কমিটি অংশ নিতে চলেছে কার্নিভালে।

২০ হাজার পাস শেষ, রেড রোডের কার্নিভালের পাসের চাহিদা তুঙ্গে
২০ হাজার পাস শেষ, রেড রোডের কার্নিভালের পাসের চাহিদা তুঙ্গে
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রেড রোডের পুজো কার্নিভালের পাসের চাহিদা তুঙ্গে। শনিবার বিকেল ৪টে থেকে রেড রোডে মেগা পুজো কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই কার্নিভাল ঘিরেই বিপুল উৎসাহ। নবান্ন সূত্রে খবর, এবারের কার্নিভালের দর্শকদের বিপুল উপস্থিতির কথা মাথায় রেখে ২০ হাজার পাস ছাপানো হয়েছিল। সেই পাস ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তার জেরে আরও পাস ছাপানো হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। মনে করা হচ্ছে, এবারের রেড রোডের কার্নিভালে বিপুল সংখ্যক উপস্থিতি হতে চলেছে সাধারণ দর্শকদের। তার জন্য এবার প্রশাসন ও বিশেষভাবে ব্যবস্থা নিতে চলেছে গোটা কার্নিভালকে কেন্দ্র করে।
প্রথমে ঠিক হয়েছিল রেড রোডের কার্নিভালে মোট ৯৯ টি পুজো কমিটি অংশ নেবে। কিন্তু তা পরিবর্তিত হয়ে আপাতত ৯৫ টি পুজো কমিটি রেড রোডে কারনিভালে অংশ নিতে চলেছে তেমনটাই নবান্ন সূত্রে খবর। সে ক্ষেত্রে চূড়ান্তভাবে এই সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহলের একাংশ। পাশাপাশি রেড রোডে কার্নিভালকে কেন্দ্র করে করা হচ্ছে মূল চারটি মঞ্চ। একটি মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। ঠিক তার পাশের মঞ্চেই থাকবেন রাজ্যপাল সহ বিচারপতিরা। অন্য আরেকটি মঞ্চে থাকবেন অভিনেতা, অভিনেত্রী-সহ সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা। তার পাশের মঞ্চে থাকবেন বিদেশ থেকে আমন্ত্রিত অতিথিরা। ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে রেড রোডে দু’পাশ জুড়ে।
advertisement
advertisement
সুচি অনুযায়ী এই ৯৫ টি পূজোর মধ্যে সল্টলেকের পূজো যেমন রয়েছে তেমনি দক্ষিণ কলকাতা থেকে একাধিক পুজো রয়েছে এবারের কার্নিভালের অংশগ্রহণকারী পুজোর মধ্যে। প্রত্যেকটি অংশগ্রহণকারী ক্লাবকে দুই থেকে তিন মিনিটের সময় দেওয়া হবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এর জন্য। এখনো পর্যন্ত যা নিয়ম হয়েছে তাতে সর্বোচ্চ ৫০ জন সদস্য সদস্যদের নিয়ে ক্লাবগুলি আসতে পারেন। তবে রেড রোডে এই অনুষ্ঠান ডোনা গঙ্গোপাধ্যায়ের পারফরম্যান্স দিয়ে শুরু হওয়ার কথা ছিল। তিনি অসুস্থ থাকায় তিনি অনুষ্ঠান না করতে পারলেও তার অ্যাকাডেমি অনুষ্ঠান করবে বলে এখনও পর্যন্ত ঠিক রয়েছে। পাশাপাশি এই রেড রোডের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও।
advertisement
যে সমস্ত পুজো কমিটি গুলি রেড রোডে কার্নিভাল যোগ দেবেন তাদের ১১ টার মধ্যেই রিপোর্টিং করতে হবে রেড রোডে বলেই এখনও পর্যন্ত জানানো হয়েছে পুজো কমিটি গুলিকে। সবমিলিয়ে শনিবারের পুজোর কার্নিভালকে কেন্দ্র করে সেজে উঠছে গোটা রেড রোড।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২০ হাজার পাস শেষ, রেড রোডের কার্নিভালের পাসের চাহিদা তুঙ্গে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement