মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দফতরের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু এমনও বলেন, ''ওঁর সঙ্গে খুব কাছ থেকে কাজ করার আমার সাড়ে চার বছরের অভিজ্ঞতা রয়েছে। তাই মন্ত্রীদের অধিকার, মর্যাদা, ক্ষমতা, কাজ করার সুযোগ কতটা রয়েছে, তা আমার থেকে বেশি কেউ জানে না।'' সরকারের তরফে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও এদিন সেই অনুষ্ঠান 'বয়কট' করেন বিরোধী দলনেতা।
advertisement
আরও পড়ুন: দুর্নীতি ইস্যুতে হাতে গরম আন্দোলন ছেড়ে কিশোর স্মরণে বিজেপি, প্রশ্ন দলেরই অন্দরে
রাজ্য সরকারের পক্ষ থেকে জগদীপ ধনখড়ের জায়গায় বাংলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দ্বিতীয় বার সরকারি তরফে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজভবনে আমন্ত্রণ জানানো সত্ত্বেও বুধবার গরহাজির থাকলেন শুভেন্দু অধিকারী। কিন্তু কেন তিনি আমন্ত্রণ পেয়েও রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা বললেন, 'ভেবেছিলাম যাব। রাজভবনের কাছে গিয়েও ফিরে এসেছি। আমি অনুষ্ঠানে গেলে বিজেপি কর্মীরা আঘাত পেতেন'।
আরও পড়ুন: শুভ্রার ক্ষোভ প্রকাশ আসলে সকলের প্রতিবাদ, জুতোকাণ্ডে মুখ খুললেন টলিউডের শিল্পীরা
কীসের আঘাত? এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী জানালেন, ''যখন শুনলাম নতুন মন্ত্রীদের তালিকায় এমন দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যারা জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া আদালতের কাছে পেশ করা তথ্যে 'রাজনৈতিক গুন্ডা' হিসেবে অভিযুক্ত। তখনই সিদ্ধান্ত নিলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে যাব না।'' প্রসঙ্গত, তিনি বিধানসভা চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এও বললেন,' ভোট পরবর্তী অশান্তি-হিংসার ঘটনায় উদয়ন গুহ এবং পার্থ ভৌমিকের প্রত্যক্ষ মদতে বিজেপি কর্মী সমর্থকদের উপর নির্মম অত্যাচার চালানো হয়। তাই তাদের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যদি আমি হাজির থাকতাম তাহলে আমার বিজেপির ওই সমস্ত কর্মী সমর্থকরা আঘাত পেতেন। আর সে কারণেই অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করলাম।''