Partha Chatterjee | Tollywood: শুভ্রার ক্ষোভ প্রকাশ আসলে সকলের প্রতিবাদ, জুতোকাণ্ডে মুখ খুললেন টলিউডের শিল্পীরা

Last Updated:

Partha Chatterjee | Tollywood: শুভ্রার জুতো ছোড়া নিয়ে আলোচনা- সমালোচনা-পর্যালোচনা সর্বত্র। সাধারণ মানুষের একাংশ  যেখানে বলছেন শুভ্রা যা করেছেন একদম ঠিক করেছেন।

আলোচনার কেন্দ্রে শুভ্রা ঘড়ুই
আলোচনার কেন্দ্রে শুভ্রা ঘড়ুই
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুড়ে ইতিমধ্যেই সংবাদের শিরোনামে শুভ্রা ঘড়ুই। শিক্ষক দুর্নীতি তদন্তে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে যুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে সামনে পেয়ে নিজেকে সংবরণ করতে পারেননি শুভ্রা। রাগে ক্ষোভে ঘৃণায় পায়ের জুতো ছুড়ে দিয়েছিলেন তিনি এবং সেই সঙ্গে ছিল তার ঝাঁঝালো মন্তব্য, "বেশ করেছি।এই নিয়ে আমার কোনও অনুতাপ নেই।" তারপর থেকেই টিভি চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়া সর্বোত্তম ভাইরাল শুভ্রা। পরদিন শুভ্রার গলার ঝাঁঝ একটু কমলেও তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, তা নিয়ে তার কোনও অনুশোচনা নেই একথা স্পষ্ট জানিয়ে দেন।
আর শুভ্রার জুতো ছোড়া নিয়ে আলোচনা- সমালোচনা-পর্যালোচনা সর্বত্র। সাধারণ মানুষের একাংশ  যেখানে বলছেন শুভ্রা যা করেছেন একদম ঠিক করেছেন। দুর্নীতির প্রতিবাদ এভাবেই হওয়া চাই। আমরা যা পারিনি তা শুভ্রা পেরেছে। আবার অন্যদিকে ভিন্নমতও পোষণ করেছেন অনেকে। তাদের মতে অন্যায় এবং দুর্নীতির প্রতিবাদ সবসময়ই হওয়া উচিত।তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে।
advertisement
advertisement
শুভ্রাকে নিয়ে যখন চারদিকে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে, তখন কলকাতার শিল্পী কলাকুশলীরাও তাদের বক্তব্য তুলে ধরতে পিছপা হননি। শুভ্রা কোথাও  যেন একটা প্রতীক। তাই তাঁকে নিয়ে উঠে এসেছে নানা মত। অভিনেতা বাদশা মৈত্র এই প্রসঙ্গে বলেন, "শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যে মাপের দুর্নীতি হয়েছে তা কোনও আইন মেনে হয়নি। তাই তার প্রতিবাদও যে আইন মেনে হবে এমন কোনো কথা নেই। শুভ্রা একটি প্রতীক। তাঁর এই বলিষ্ঠ প্রতিবাদ শুধু তাঁর একার নয়।তাঁর মধ্যে দিয়ে এমন অনেক মায়ের প্রতিবাদ প্রতিফলিত হয়েছে যাঁদের সন্তানেরা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি।"
advertisement
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতে," এত বিশাল একটি দুর্নীতি হয়েছে। এত পাহাড় প্রমাণ টাকা নয় ছয় হয়েছে যা। এই মুহূর্তে সবটাই সাধারণ মানুষের সামনে উন্মুক্ত হয়ে গেছে। তাই মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করবে সেটাই স্বাভাবিক। আমরা পথে নেমে প্রতিবাদ করেছি। এই ভদ্রমহিলাও ব্যক্তিগত ক্ষোভ  থেকে প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁর প্রতিবাদের পদ্ধতি হয়তো আমার সঙ্গে নাও মিলতে পারে, তবে এটাও মনে রাখতে হবে যে, ব্যক্তিগত ক্ষোভ কোথায় পৌঁছলে মানুষ এইভাবে তার বহিঃপ্রকাশ ঘটান।
advertisement
শুভ্রার প্রতিবাদের ভাষা দেখে সরব হয়েছেন অভিনেত্রী মানসী সিনহাও। বলেন, "মানুষ কোথাও যেন একটা লক্ষ্য খুঁজে পেয়েছে, এতদিন ঠিক লক্ষ্য খুঁজে পাচ্ছিল না। কার উপর ক্ষোভ গুলো উগড়ে দেবে বুঝতে পারছিল না। কারণ, মনের মধ্যে একটা ভয় ছিল এই বুঝি বাড়িতে এসে চড়াও হবে।এই বুঝি ছেলের বুকে ছুরি বসাবে। এই বুঝি মেয়েটার ক্ষতি করে দেবে। এই বুঝি স্বামীর চাকরিটা চলে যাবে। সেখান থেকে কোথাও যেন একটা পুঞ্জিভূত ক্ষোভ প্রকাশ করার মাধ্যম পেল। আমার কাছে মিডিয়া আছে প্রতিবাদের ভাষা জানানোর জন্য ।কিন্তু সকলের কাছে তো সেই সুযোগটা নেই।সেখান থেকেই যেন আম জনতার ঘৃণা শুভ্রার মধ্যে দিয়ে প্রকাশ পেল।''
advertisement
পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী মনে করেন, " দেখুন শুভ্রা কেন। সাধারণ মানুষের আর কোনো উপায় ছিল না। মানুষ যাকে এক বছর আগে ভোট দিয়ে জিতিয়ে এনেছে তিনি এই দুর্নীতির চোরাবালিতে ডুবে আছেন সেখানে সাধারণ মানুষ আর কি করতো? হাতের সামনে জুতো পেয়েছেন আর সেটাই ছুড়ে মেরেছেন। এছাড়া তো মানুষের আর কোনো উপায় নেই। জর্জ বুশকেও একসময় জুতোর আঘাত খেতে হয়েছে।"
advertisement
অভিনেত্রী দেবলীনা দত্তের মতে, "শুভ্রার মতে কোথাও এই সিস্টেম বা দুর্নীতির বিরুদ্ধে একটা রাগ ক্ষোভ ঘৃণা দীর্ঘদিন ধরে জমা ছিল।নাহলে কেউ পাবলিক প্লেসে এরকম একটা কাণ্ড ঘটাতে পারে না। অভিনেত্রী হিসেবে কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করার সুবাদে যদি পথে ঘাটে এরকম জুতো উড়ে আসে তাহলে সেটা একজন অভিনেত্রী হিসেবে আমার পুরস্কার।তবে এটাতো অভিনয় নয়,তাই ভীষণ লজ্জার। শুভ্রা ঘড়ুইয়ের এই প্রতিবাদ একদিকে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীদেরও এগিয়ে এসে মুখ খুলতে বাধ্য করেছে।তেমনি অনেকে বিশিষ্টজনরা এই বিষয়ে মন্তব্য করা থেকে নিজেদের বিরত রেখেছেন। অপর্ণা সেন থেকে কৌশিক সেন, দেবশঙ্কর হালদার থেকে চন্দ্রিল ভট্টাচার্যদের সঙ্গে News 18  বাংলা-র তরফ থেকে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।''
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee | Tollywood: শুভ্রার ক্ষোভ প্রকাশ আসলে সকলের প্রতিবাদ, জুতোকাণ্ডে মুখ খুললেন টলিউডের শিল্পীরা
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement