TRENDING:

'কাক' বনাম 'বাঘ'! ফিরহাদ হাকিমের বক্তব্যকে হাতিয়ার করে অখিলকে 'কাক' বলে কটাক্ষের ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী 

Last Updated:

অখিল ইস্যুতে দুই ফুল শিবিরের টক্করে সরগরম রাজনৈতিক আবহ।                  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  'কাক' বনাম 'বাঘ'! 'ওরা 'বাঘ' বলতে পারে, আর আমি 'কাক' বলতে পারি না'। অখিল প্রসঙ্গে বললেন শুভেন্দু  অধিকারী।
'কাক' বনাম 'বাঘ'! ফিরহাদ হাকিমের বক্তব্যকে হাতিয়ার করে অখিলকে 'কাক' বলে কটাক্ষের ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী 
'কাক' বনাম 'বাঘ'! ফিরহাদ হাকিমের বক্তব্যকে হাতিয়ার করে অখিলকে 'কাক' বলে কটাক্ষের ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী 
advertisement

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে অখিল গিরির মন্তব্য অসাংবিধানিক বলে দাবি করে অবিলম্বে তাঁকে দল থেকে বরখাস্তের পাশাপাশি গ্রেফতারের দাবিতে আজও অনড় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অখিল গিরির মন্তব্য ক্ষমার অযোগ্য। আমরা এর শেষ দেখে ছাড়ব বলেও হুঙ্কার দেন শুভেন্দু। অখিল গিরির 'কাক' শব্দে আপত্তি প্রসঙ্গেও সুর চড়ান শুভেন্দু। কাক বলে কটাক্ষের ব্যাখ্যা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু বললেন, ‘‘ওরা ( তৃণমূল) বাঘ বলতে পারে, আর আমি কাক বললেই আপত্তি। বাঘ যেমন সংসদীয় শব্দ। কাকও তেমনি সংসদীয় শব্দের মধ্যেই পড়ে।’’

advertisement

আরও পড়ুন- শুভেন্দুর শয়নে স্বপনে 'একটাই' নাম..., বিস্ফোরক দাবি কুণালের! বিরোধী দলনেতাকে ফুল-গ্রিটিংস দেওয়ার প্রস্তুতি তৃণমূলের

প্রসঙ্গত, সম্প্রতি অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূমে দাঁড়িয়ে এক রাজনৈতিক সভামঞ্চ থেকে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বাঘের সঙ্গে তুলনা করে বলেছিলেন, ‘‘অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ'। বিজেপিকে নিশানা করে ফিরহাদ হাকিম এও বলেছিলেন, ‘‘বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ। সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, আজকে যে শিয়ালগুলো হুক্কাহুয়া হুক্কাহুয়া করছে, তারা সব ফের খাঁচায় ঢুকে যাবে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সেই বাঘের প্রসঙ্গ টেনে এবার অখিল গিরিকে কাক বলে কটাক্ষের ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। এদিকে  অখিল গিরি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। মন্ত্রী অখিল গিরির দল তৃণমূল কংগ্রেসও তাঁর মন্তব্যকে অনুমোদন করেনি। এটা অখিল গিরির ব্যক্তিগত কথা, দলের কথা নয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
'কাক' বনাম 'বাঘ'! ফিরহাদ হাকিমের বক্তব্যকে হাতিয়ার করে অখিলকে 'কাক' বলে কটাক্ষের ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল