TRENDING:

Suvendu Adhikari: ‘বিজেপির সঙ্গে কী করেছেন সব তথ্য আছে, ফাঁস করে দেব...’ বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Last Updated:

শুভেন্দু বলেন, ‘‘নিজের দিদিকে নিয়ে যা খুশি বলুন। কিন্তু বিজেপির কোনও কথা তুলবেন না। বিজেপিকে নিয়ে যদি কোনও কথা আপনি বলেন তাহলে আপনি গত দু’দিনে বিজেপির সঙ্গে কী করেছেন, তার সব তথ্য আমার কাছে আছে। সব ফাঁস করে দেব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘ভাইয়ের সঙ্গে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের চুক্তি ছিল তাঁকে সাংসদ করার। কিন্তু ভাগ বাটোয়ারা কম পড়ায় বাবুন বন্দ্যোপাধ্যায় টিকিট পাননি।’’ বাবুন বন্দোপাধ্যায় ইস্যুতে চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘নিজের দিদিকে নিয়ে যা খুশি বলুন। কিন্তু বিজেপির কোনও কথা তুলবেন না। বিজেপিকে নিয়ে যদি কোনও কথা আপনি বলেন তাহলে আপনি গত দু’দিনে বিজেপির সঙ্গে কী করেছেন, তার সব তথ্য আমার কাছে আছে। সব ফাঁস করে দেব। এমন হাটে হাড়ি ভাঙব যে আপনি মুখ দেখাতে পারবেন না।’’
বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
advertisement

আরও পড়ুন– রাশিফল ১৪ মার্চ; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

বাবুন বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে রীতিমতো এই হুঁশিয়ারির সুরও শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। পাশাপাশি বিজেপিতে যে দুর্নীতিগ্রস্ত পরিবারের সদস্য বাবুনকে নেওয়া যে হবে না, সে কথাও স্পষ্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা বাহুল্য, তৃণমূল প্রার্থী না করায় বিজেপির সঙ্গে যোগাযোগ! ভাই বাবুনের ভূমিকায় চরম ক্ষুব্ধ দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা সাফ জানিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুধবার বলেন, ‘‘পরিবারতন্ত্র নয়, তিনি মানুষতন্ত্রে বিশ্বাসী। যে ভদ্রলোকের কথা আপনারা বলছেন, তাঁর অনেক কাজ আমার অনেক দিন ধরে পছন্দ নয়। আমি অন্যায় কখনও বরদাস্ত করিনা। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়। প্রত্যেক ইলেকশনে অনেক অশান্তি করেছে।’’ বাবুনে চরম ক্ষুব্ধ মমতা।

advertisement

আরও পড়ুন– নজরে উত্তরবঙ্গ, জনগর্জন সভায় আজ জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যয়

ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথাও প্রকাশ্যে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘আমার মেম্বারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক ছিন্ন করলাম। শুধু আমি নই। আমার রক্তের পরিবারেরও যাঁরা আছে। সবার সম্পর্ক ওর সঙ্গে শেষ হয়ে গেল। আজ থেকে কোনও রিলেশন নেই। আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। প্লিজ দয়া করে আমার নাম ইউজ করবেন না। আমি টোটাল ডিস অ্যাসোসিয়েট করে দিয়েছি। নো রিলেশন।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন। লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করেন বাবুন বন্দ্যোপাধ্যায়। চলে যান দিল্লি। খবর এমনটাই। আর এতেই ব্যাপক ক্ষুব্ধ মমতা। যদিও প্রথমে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাওড়ায় নির্দল প্রার্থী হওয়ার ঘোষণা করলেও দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া প্রতিক্রিয়ার পর পরই ইউটার্ন নেন ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘দিদির কাছে ক্ষমা চেয়ে নেব। দিদি যা বলবে তাই করব।’’ বিজেপির সঙ্গে যোগাযোগের কথাও অস্বীকার করেন বাবুন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ‘বিজেপির সঙ্গে কী করেছেন সব তথ্য আছে, ফাঁস করে দেব...’ বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল