Abhishek Banerjee: নজরে উত্তরবঙ্গ, জনগর্জন সভায় আজ জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যয়

Last Updated:

১ লক্ষ জমায়েতের টার্গেট জেলা তৃণমূল নেতৃত্বের। ব্রিগেডের পর উত্তরবঙ্গ দিয়েই কার্যত জনগর্জন সভা শুরু করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

জনগর্জন সভায় আজ জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যয়
জনগর্জন সভায় আজ জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যয়
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়ি: লোকসভা ভোটের সূচি এখনও ঘোষিত হয়নি। কিন্তু তার আগেই নির্বাচনী প্রচার জোরকদমে শুরু হয়েছে রাজ্যে। এবার উত্তরবঙ্গ দিয়েই কার্যত পুরোদমে রাজনৈতিক প্রচার শুরু করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার জলপাইগুড়ির ময়নাগুড়িতেই জনগর্জন জনসভার মাধ্যমে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। প্রায় এক লক্ষ জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে এই সভাকে কেন্দ্র করে। লোকসভা ভোটের দিকে মাথায় রেখে এবার যে তৃণমূল কংগ্রেসের অন্যতম লক্ষ্য উত্তরবঙ্গ তাতে কোনও সন্দেহ নেই।
২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের একাধিক আসন বিজেপির দখলে গিয়েছিল। যদিও ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির হাত থেকে একাধিক আসন অন্তত ভোটের হারের নিরিখে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই চার আসন যে অন্যতম নজরে রয়েছে তৃণমূল কংগ্রেসের তাতে কোনও সন্দেহ নেই। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই চারটি আসনে গিয়েছিল বিজেপির দখলে। যদিও রাজনৈতিক মহলের মতে ২০১৯-এর পর একাধিক রাজনৈতিক পালাবদল ঘটেছে। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে একের পর এক আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস। একদিকে যখন কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে আন্দোলন করছে শাসক দল তেমনি আবার ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার দিয়েছে সেই ইস্যু সামনে রেখে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করেছে রাজ্যের শাসক দল।
advertisement
advertisement
এদিনের সভার মাধ্যমে কার্যত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে যে সরব হবেন তাতে কোনও সন্দেহ নেই। উত্তরবঙ্গ দিয়েই জনগর্জন জনসভা শুরু করলেও এরপর রাজ্যজুড়ে একাধিক জায়গায় এই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই সভায় উত্তরবঙ্গে ঘোষিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি গত ৫ বছরে বিজেপি উত্তরবঙ্গের জন্য কি করেছে সেই তথ্যও পেশ করতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি উত্তরবঙ্গের জন্য এখনও পর্যন্ত রাজ্য সরকার কী কী প্রকল্প নিয়েছে সেই তথ্য তুলে ধরবেন এদিনের জনসভায় বলেও মনে করা হচ্ছে।
advertisement
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ইস্যুকে সামনে রেখে বিভিন্ন ব্লকে ব্লকে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল জেলার নেতৃত্ব দের। গত রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে ৪২ জন প্রার্থীর নামও ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। গত দুদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ করেছেন। রাজ্য সরকার যে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন মানবে না সে বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইনের একাধিক বিধি নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ফের কেন্দ্রের এই আইন নিয়ে প্রশ্ন তুলতে পারেন।। সবমিলিয়ে বৃহস্পতিবার উত্তরবঙ্গ তথা গোটা রাজ্য রাজনীতির নজর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনগর্জন সভা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee: নজরে উত্তরবঙ্গ, জনগর্জন সভায় আজ জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যয়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement