TRENDING:

Suvendu Adhikari Vs Mamata Banerjee: প্রকাশ্যে আনলেন 'হিসেব', মমতাকে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর! বললেন 'চ্যালেঞ্জ নিন'

Last Updated:

Suvendu Adhikari Vs Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কাছে তাঁর বিরুদ্ধে তদন্তের আবেদন শুভেন্দুর। জানালেন চ্যালেঞ্জও। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। X হ্যান্ডেলে নিজের আয়কর রিটার্ন পোস্ট করে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চড়া সুরে শুভেন্দু লেখেন,’ আমার নামে ভিত্তিহীন অভিযোগ তুলেছন আপনি। যদিও আমার নাম নেওয়ার সাহস দেখাননি। আপনি আমার বিরুদ্ধে সিআইডি, আইবি সহ অন্যান্য তদন্তকারী এজেন্সি, সবাইকে দিয়ে তদন্ত করান। হিসেব বহির্ভূত এক পয়সাও উপার্জন করেছি কিনা তা প্রমাণ করুন।’
মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
advertisement

পাশাপাশি মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু এও লেখেন,’ কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের জমির চুক্তি প্রকাশ্যে আনুন। জমির চুক্তি বৈধ না অবৈধ সবাইকে জানতে দিচ্ছেন না কেন? আশা করি আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন।’ বলাবাহুল্য, বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এবার কাগজপত্র বের করছি। এতদিন করিনি।’

কারও নাম না করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ইঙ্গিত যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। জবাবে পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

advertisement

আরও পড়ুন: ওজনেও দুর্নীতি, এবার রেশন দোকানে বসছে ‘এই’ যন্ত্র! ধরা পড়ে যাবে সব জোচ্চুরি

শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘ইনকাম ট্যাক্সে আমার সব দেখানো আছে। আপনার এবং আপনার পরিবারের কারোর ইনকাম ট্যাক্সে কিছু দেখানো নেই। সব পেট্রোল পাম্প বৈধ। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই পেট্রোল পাম্প আছে। অধিকারী পরিবারের সবাই ইমানদার রাজনীতিবিদ। একটা চেয়ার টেবিলেরও হিসেব দেখানো আছে।’

advertisement

আরও পড়ুন: নিউ টাউনে বাইক নিয়ে রোজ ঘুরে বেড়াতেন এক ব্যক্তি, ব্যাগে ছিল…! হাতেনাতে ধরল পুলিশ

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

পাশাপাশি নাম না করলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তৎকালীন হলদিয়া ডেভলপমেন্ট অথরিটি এবং দীঘা উন্নয়ন পর্ষদের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে  কার্যত জমি কেলেঙ্কারির চাঞ্চল্যকর অভিযোগও করেন। আর এবার নিজের X হ্যান্ডেলে তাঁর বিরুদ্ধে তদন্ত করানোর চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বললেন,’ হিসেব বহির্ভূত এক পয়সাও উপার্জন করেছি কিনা তা প্রমাণ করুন।’ রেশন বন্টন দুর্নীতি ইস্যুতে যখন তোলপাড় রাজ্য রাজনীতি ঠিক তখনই মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতার হুঁশিয়ারি এবং পাল্টা চ্যালেঞ্জে সরগরম বঙ্গ রাজনীতি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari Vs Mamata Banerjee: প্রকাশ্যে আনলেন 'হিসেব', মমতাকে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর! বললেন 'চ্যালেঞ্জ নিন'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল